× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রংপুর নগরীতে সিটি সার্ভিস বাস চালু, সর্বনিম্ন ভাড়া ১০

রংপুর অফিস

প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৪ ১৬:৩৪ পিএম

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৪ ১৭:৩৮ পিএম

রংপুর নগরীতে সিটি সার্ভিস বাসের উদ্বোধন করেন রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মনিরুজ্জামান। প্রবা ফটো

রংপুর নগরীতে সিটি সার্ভিস বাসের উদ্বোধন করেন রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মনিরুজ্জামান। প্রবা ফটো

রংপুর নগরীতে চলাচলের সুবিধার্থে দুটি সিটি সার্ভিস বাসের উদ্বোধন করা হয়েছে। সোমবার (৫ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১২টায় নগরীর সিও বাজার এলাকায় ফিতা কেটে এ কার্যক্রমের উদ্বোধন করেন রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মনিরুজ্জামান।

প্রাথমিকভাবে বিআরটিসির দুটি বাস নগরীর সাতমাথা থেকে সিওবাজার পর্যন্ত যাত্রী পরিবহন করবে। সর্বনিম্ন ভাড়া ১০ টাকা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে সাতমাথা থেকে শাপলা পর্যন্ত ১০ টাকা, কেন্দ্রীয় বাস টার্মিনাল ১৭ টাকা, মেডিকেল মোড় ২৫ টাকা এবং সিও বাজার ২৯ টাকায় যাতায়াত করতে পারবেন যাত্রীরা।

উদ্বোধনী অনুষ্ঠানে রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মনিরুজ্জামান বলেন, ‘আমি পৃথিবীর বিভিন্ন দেশে গিয়ে দেখেছি সেখানকার নগরীর মানুষ সিটি সার্ভিস বা বাসে চলাচল করে। শুধুমাত্র রংপুর নগরীতে বর্তমানে রিকশা-অটোরিকশাতে মানুষ চলাচল করে। অনেক সময় বাসের সঙ্গে এসব ধীরগতির যানবাহনের দুর্ঘটনা ঘটে। সিটি বাস সার্ভিসের মাধ্যমে মানুষ নিরাপদে, দ্রুত সময়ের মধ্যে চলাচল করতে পারবে। এতে করে মানুষের জীবন, কর্মঘণ্টা, অর্থ বাঁচবে। প্রথমদিকে হয়তো সিটি সার্ভিস পরিচালনা করা সমস্যা হতে পারে। তবে পরবর্তীতে মানুষ তাদের প্রয়োজনেই সিটি সার্ভিস বাসের ব্যবহার করবেন।’

তিনি আরও বলেন, ‘আমি চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, ব্যবসায়ী ও পরিবহন খাতের মানুষদের আহ্বান জানাই, আপনারা রংপুরকে স্মার্ট নগরীতে পরিণত করতে সিটি সার্ভিস কার্যক্রমে বিনিয়োগ করুন। এটি হলে মানুষের জীবন-যাপনের মান বৃদ্ধি পাবে, আমরা স্মার্ট সিটি গড়তে এগিয়ে যেতে পারব।’

রংপুর মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার (ট্রাফিক) মেনহাজুল আলমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন- সিটি করপোরেশনের কাউন্সিলর মাহমুদুর রহমান টিটু, রংপুর জেলা বাস মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক আফতাবুজ্জামান লিপ্পন, রংপুর জেলা ও বিভাগীয় মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এমএম মজিদ, বিআরটিসির ম্যানেজার (অপারেশন) সুলতান আলম, বিআরটিএ’র উপ-পরিচালক আব্দুল কুদ্দুসসহ অন্যরা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা