× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কলাপাড়ায় ইউপি চেয়ারম্যানকে হাতুড়িপেটা

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিবেদক

প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৪ ১৫:৪৮ পিএম

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৪ ২১:৩৮ পিএম

হামলায় আহত ইউপি চেয়ারম্যান মো. আনসার উদ্দিন মোল্লাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রবা ফটো

হামলায় আহত ইউপি চেয়ারম্যান মো. আনসার উদ্দিন মোল্লাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রবা ফটো

পটুয়াখালীর কলাপাড়ায় লতাচাপলী ইউনিয়নের চেয়ারম্যান আনছার উদ্দিন মোল্লাকে হাতুড়িপেটা করা হয়েছে। এ ছাড়া তার স্ত্রীর ওপরও হামলা হয়েছে। 

বুধবার (৭ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে উপজেলার লতাচাপলী ইউনিয়নের আলীপুর বন্দরের অগ্রণী ব্যাংকসংলগ্ন রাস্তায় হামলার এ ঘটনা ঘটে।

আহত ইউপি চেয়ারম্যান আনছার উদ্দিন মোল্লা বলেন, ‘গ্রামের বাড়ি তাহেরপুর থেকে আলীপুরের বাসায় ফেরার সময় পথে হত্যার উদ্দেশ্যে আমার ওপর হামলা চালানো হয়েছে। যুবলীগ নেতা নজরুল ইসলাম ফকিরের নেতৃত্বে আলম ফকির, সোহেল ফকির, সেলিম ফকির, শাহীন, সুমন, রাজু ও হেলেন কিলার বিউটিসহ আরও কয়েকজন হাতুড়ি দিয়ে আমাকে বেধড়ক পেটায়। আমার দুইপায়ের হাড় একেবারে ভেঙে দেওয়া হয়েছে। এ ছাড়া আমার কাঁধসহ শরীরের বিভিন্ন স্থানে কোপানো হয়েছে। কী কারণে আমার ওপর এমন হামলা করা হলো জানি না।’

তার স্ত্রী খাদিজা বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আমার স্বামীকে দয়া মায়াহীনভাবে মারা হয়েছে। আমি মারধর ঠেকাতে গেলে আমার ওপর ওরা হামলা চালায়।’ 

চেয়ারম্যানের বড় ভাই কুয়াকাটা পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল বারেক মোল্লা বলেন, ‘পূর্ব পরিকল্পিতভাবে আমার ভাইকে হত্যার উদ্দেশ্যে হামলা চালানো হয়েছে। আমি  হামলারকারীদের আইনের আওতায় আনার দাবি জানাই।’

কুয়াকাটা ২০ শয্যাবিশিষ্ট হাসপাতালের চিকিৎসক মুমসাদ সায়েম পুনাম বলেন, ‘তার (চেয়ারম্যান) দুইপা ও কাঁধসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। প্রচুর রক্তক্ষরণ হয়েছে। উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’

হামলার অভিযোগ অস্বীকার করে যুবলীগ নেতা নজরুল ফকির বলেন, ‘আমি ঘটনার সময় পার্শ্ববর্তী উপজেলা তালতলীতে ছিলাম। কে বা কারা চেয়ারম্যানের ওপর হামলা চালিয়েছে আমি এ বিষয়ে কিছুই জানি না।’

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন তালুকদার প্রতিদিনের বাংলাদেশ বলেন, ‘হামলার পর ঘটনাস্থালে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। এ ঘটনায় আমরা এখনও কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা