× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নরসিংদীতে ধর্ষণ মামলায় পুলিশ কনস্টেবল গ্রেপ্তার

নরসিংদী প্রতিবেদক

প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৪ ০১:১০ এএম

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৪ ১১:১৪ এএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

নরসিংদীর রায়পুরায় বিয়ের প্রলোভন দেখিয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগে এক পুলিশ কনস্টেবলকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (১২ ফেব্রুয়ারি) উপজেলার মির্জাপুর ইউনিয়নের মাহমুদাবাদ হাজারীবাড়ী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। একই দিন ওই তরুণী বাদী হয়ে রায়পুরা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি ধর্ষণ মামলা করেন।

গ্রেপ্তার পুলিশ কনস্টেবল ইমন মিয়া রায়পুরা উপজেলার মুছাপুর ইউনিয়নের বীরশ্রেষ্ঠ মতিউরনগর এলাকার বাসিন্দা। তিনি কিশোরগঞ্জের মিঠামইন থানায় কনস্টেবল পদে কর্মরত আছেন।

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাফায়েত হোসেন পলাশ এসব তথ্য নিশ্চিত করেছেন।

এজাহারসূত্রে জানা গেছে, ১৮ মাস আগে ওই তরুণীর সঙ্গে কনস্টেবল ইমনের সমাজমাধ্যম ফেসবুকে পরিচয়। এরপর তাদের মধ্যে গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। পরে ওই তরুণীকে আবাসিক হোটেলে নিয়ে একাধিকবার শারীরিক সম্পর্ক করেন ইমন। সম্প্রতি দুজনের মধ্যে সম্পর্কের অবনতি দেখা দেয়। রবিবার দেখা করতে প্রেমিকার বাড়ি আসেন ইমন। পরে পুনরায় শারীরিক মেলামেশা করতে চাইলে তাকে বিয়ের জন্য চাপ দেন ওই তরুণী। এ সময় বিয়ে করতে অস্বীকৃতি জানান ইমন। এ নিয়ে তাদের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে ভুক্তভোগীর পরিবার ও স্থানীয়রা মিলে ইমনকে আটক করে পুলিশে দেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভুক্তভোগী ওই তরুণী স্থানীয় একটি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী। এর আগে এক প্রবাসীর সঙ্গে তার বিয়ে হয়। পরে তাদের মধ্যে বিচ্ছেদ ঘটে। এদিকে কনস্টেবল ইমনও বিবাহিত। দুই সন্তানের জনক।

ওই তরুণী বলেন, ‘বিয়ের কথা বলে আমার সঙ্গে একাধিকবার শারীরিক মেলামেশা করেছেন ইমন। এখন তিনি আমাকে বিয়ে করতে চাচ্ছেন না। এ ঘটনায় আমি তার বিরুদ্ধে থানায় মামলা করেছি। আমি এর উপযুক্ত বিচার চাই।’

ওসি মো. সাফায়েত হোসেন পলাশ বলেন, ‘ইমনকে তরুণীর বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। তরুণী বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেন। পরে ইমনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা