× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফাল্গুনের শুরুতে আমের মুকুল পরিচর্যায় ব্যস্ত কৃষক

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিবেদক

প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৪ ১০:১১ এএম

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৪ ১১:১৭ এএম

গাছে গাছে আমের মুকুল। প্রবা ফটো

গাছে গাছে আমের মুকুল। প্রবা ফটো

ফাল্গুনের শুরুতে দৌলতপুরের বিভিন্ন এলাকায় গাছে গাছে শোভা পাচ্ছে আমের মুকুল চোখে পড়ে মুকুলে ছেয়ে থাকা অসংখ্য আমগাছ

কবির ভাষায়, ফাল্গুন এসেছে সুবাস ছড়াচ্ছে আম্রমুকুল। গাছে গাছে ফুটেছে আমের মুকুল। প্রকৃতিতে এখনও ফাল্গুন কিন্তু এরই মধ্যে গাছে গাছে ফুটেছে আমের মুকুল। চারদিকে ছড়িয়ে পড়েছে ঘ্রাণ

বাতাসে মিশে সৃষ্টি করছে - গন্ধ। আর মিষ্টি গন্ধ মানুষের মন বিমোহিত করে শোনাচ্ছে মধুমাসের আগমনি বার্তা। গাছে শোভা পাচ্ছে কেবলই মুকুল। যেন হলুদ আর সবুজের মহামিলন। মুকুলে ছেয়ে আছে প্রতিটি ডালপালা। চারদিকে ছড়াচ্ছে সুবাসিত পাগল করা ঘ্রাণ

সরেজমিনে দেখা যায়, কুষ্টিয়ার দৌলতপুরের বিভিন্ন গ্ৰামের সড়কের পাশে গাছে গাছে শোভা পাচ্ছে আমের মুকুল। মুকুলের ঘ্রাণে মৌমাছির আহরণে কোকিলের ডাকে শোভা পাচ্ছে আমের মুকুল। শহর থেকে শুরু করে গ্রামের বসতবাড়ির আঙিনার আমগাছগুলোয় সুন্দর দৃশ্য দেখা যাচ্ছে। থোকা থোকা মুকুলের ভারে ঝুলে পড়েছে আমগাছের ডালপালা

আমের মুকুলের ঘ্রাণ বইছে গ্রামগুলোয়। চারদিকে ছড়িয়ে পড়েছে মুকুলের ঘ্রাণ। বাতাসে ভেসে বেড়াচ্ছে সুগন্ধ। গ্রামগঞ্জ সর্বত্র আমগাছ তার মুকুল নিয়ে হলদে রঙ ধারণ করে সেজেছে এক অপরূপ সাজে। গাছে গাছে অজস্র মুকুল দেখে খুশি এলাকার মানুষ। তবে দেশি জাতের আমগাছে মুকুল ধরতে শুরু করেছে। আমের মুকুলভরা মৌসুমে প্রাকৃতিক বিপর্যয়ের মতো কোনো কিছু হলেই ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে বলে জানান বাগান মালিকরা

দৌলতপুর উপজেলা কৃষি কর্মকর্তা মো. নুরুল ইসলাম প্রতিদিনের বাংলাদেশকে বলেন, আমের প্রকৃত ফলন পেতে হলে অবশ্যই আম গাছে কমপক্ষে দুবার ইমিডাক্লোরোপিড গ্রুপের কীটনাশক ম্যানকোজেব গ্রুপের ছত্রাকনাশক অনুমোদিত মাত্রায় স্প্রে করতে হবে। প্রথমবার আমের মুকুল আসার পর কিন্তু ফুল ফোটার আগে, দ্বিতীয়বার আমের সাইজ মটরদানার মতো হলে। ব্যাপারে কৃষককে পরামর্শের পাশাপাশি প্রশিক্ষণ প্রদান কৃষি বিভাগ অব্যাহত রেখেছে

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা