× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

টাঙ্গাইলে পরীমনি, শোরুম উদ্বোধন ‘হারল্যান স্টোর’

টাঙ্গাইল প্রতিবেদক

প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৪ ২০:৪২ পিএম

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৪ ২১:৩১ পিএম

টাঙ্গাইলে ‘হারল্যান স্টোর’ উদ্বোধন করেছেন চিত্রনায়িকা পরীমনি। প্রবা ফটো

টাঙ্গাইলে ‘হারল্যান স্টোর’ উদ্বোধন করেছেন চিত্রনায়িকা পরীমনি। প্রবা ফটো

টাঙ্গাইলে চালু হলো রিটেইল কসমেটিক শপ ‘হারল্যান স্টোর’। বুধবার (১৪ ফেব্রুয়ারি) বিকালে শহরের আকুর টাকুর পাড়া এলাকায় এই শোরুমের উদ্বোধন করেন তিনি। পরে শহীদ স্মৃতি পৌর উদ্যানে আলোচনা সভায় মিলিত হন পরীমনি।

এ সময় চিত্রনায়িকা পরীমনি বলেন, ‘বিশ্ব ভালোবাসা দিবসে সবার কাছে ভালোবাসা পৌঁছে গেছে নিশ্চয়ই। সেই ভালোবাসার আমরাও অংশীদার হতে চাই। আমাকে কি আপনারা সত্যি সত্যি ভালোবাসেন? আমরা একটি অথেনটিক প্রডাক্ট নিয়ে আপনাদের কাছে এসেছি। সেটা হচ্ছে ‘হারল্যান’। এখানে শুধু একটা প্রডাক্ট নয়, এখানে অথেনটিক হাজার হাজার প্রডাক্ট রয়েছে। রূপচর্চার জন্য যা যা দরকার সবই নিয়ে এসেছি।’

পরীমনি বলেন, ‘পরীর মতো সুন্দর কাউকে হতে হবে না। প্রত্যেকটা মানুষ আলাদা আলাদাভাবে সুন্দর, নিজস্বভাবে সুন্দর। সেই সৌন্দর্যকে আপনারা যত্ম করবেন। নিজেকে অনেক ভালোবাসতে হবে। তাহলে সুন্দর থাকা যাবে। আমরা সবাই নিজেদের মতো করে সুন্দর থাকব। আমরা হারল্যানের পাশে থাকব, আর মানুষ ও দেশকে ভালোবাসব।’

তিনি আরও বলেন, ‘আমার জন্য সবাই দোয়া করবেন। আপনাদের দোয়া আশীর্বাদ ছাড়া এখানে আমি দাঁড়াতে পারতাম না। আজীবন এভাবেই আমাকে ভালোবাসবেন। আপনাদের আমি সুন্দর সুন্দর কাজ উপহার দিয়ে যাব, ইনশাআল্লাহ।’  

পরে শহীদ স্মৃতি পৌর উদ্যানে দর্শকদের উদ্দেশে কয়েক লাইন গান পরিবেশন করেন। সেখানে তিনি দর্শকদের সঙ্গে সেলফি তোলেন ও স্টেজে উঠে আমার সিঙ্গেল দেখে, প্রেমের ছড়াছড়ি, হায়রে কী যে করি, হায়রে কী যে করি, আমি ডানাকাটা পরী, আমি ডানাকাটা পরী গান পরিবেশন করেন।

এতে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল পৌরসভার মেয়র এসএম সিরাজুল হক আলমগীর। বিশেষ অতিথি ছিলেন টাঙ্গাইল প্রেস ক্লাবের সভাপতি জাফর আহমেদ, টাঙ্গাইল ক্লাবের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ। 

এ সময় হারল্যানের সিইও ও এমডি এমদাদুল হক সরকার, সিইও লাইফ স্টাইল সৈয়দ জুবায়ের আব্দুল্লাহ, এক্সিকিউটিভ ডিরেক্টর আব্দুল আলীম শিমুল, হেড অব সেলস মাজেজুর রহমান রতন প্রমুখ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা