× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শ্রীপুরে মাওনা ইউপি চেয়ারম্যানকে গ্রেপ্তার, প্রতিবাদে সমর্থকদের বিক্ষোভ

শ্রীপুর (গাজীপুর) প্রতিবেদক

প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৪ ০৯:১৬ এএম

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৪ ১১:২৯ এএম

শ্রীপুরের মাওনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম খোকনকে গ্রেপ্তারের প্রতিবাদে বিক্ষোভ করছে তার সমর্থকরা। প্রবা ফটো

শ্রীপুরের মাওনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম খোকনকে গ্রেপ্তারের প্রতিবাদে বিক্ষোভ করছে তার সমর্থকরা। প্রবা ফটো

গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম খোকনকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কয়েকটি স্থানে আগুন জ্বালিয়ে অবরোধ ও বিক্ষোভ করেছে তার সমর্থকরা। বুধবার (১৪ ফেব্রুয়ারি) রাত পৌনে ১১টার দিকে নির্মাণকাজে বাধা, ভয়ভীতিসহ টাকা দাবি করার মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।

চেয়ারম্যান জাহাঙ্গীর আলম খোকন উপজেলার মাওনা ইউনিয়নের সিংগারদিঘী গ্রামের বাসিন্দা।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ্ জামান প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মঙ্গলবার ফরচুন কেবলস ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপক জহিরুল ইসলামের কাছে আসামি ও তার সহযোগীরা কারখানার সীমানাপ্রাচীর নির্মাণকাজে বাধা, ভয়ভীতিসহ ২০ লাখ টাকা দাবি করেন। এ ঘটনায় বুধবার থানায় মামলা করেন জহিরুল। ওই মামলায় চেয়ারম্যান খোকনকে প্রধান আসামি করে আরও দুই সহযোগীর নাম উল্লেখ করে অজ্ঞাত ১০-১২ জনকে আসামি করা হয়। পুলিশ ওইদিন রাত পৌনে ১১টার দিকে চেয়ারম্যান খোকনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।

চেয়ারম্যান খোকনকে গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে প্রতিবাদে রাতেই তার সমর্থকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কয়েকটি স্থানে আগুন জ্বালিয়ে অবরোধ ও বিক্ষোভ করে।

এজাহারসূত্রে জানা গেছে, ঘটনার দিন আসামিরা তার কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করেন। একপর্যায়ে আসামিরা তাকে হত্যার উদ্দেশ্যে কিল-ঘুসি, লাথি মেরে মাটিতে ফেলে দেন। আসামিরা তার গলা চেপে ধরে শ্বাসরোধে হত্যার চেষ্টা করেন এবং তার দুই পা ধরে টেনে নিয়ে তাদের ব্যবহৃত প্রাইভেট কারে উঠিয়ে মাওনা ইউনিয়ন পরিষদের ভেতরে নিয়ে একটি কক্ষে তালাবদ্ধ করে রাখেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা