× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মৌলভীবাজারে দুই অটোরিকশার সংঘর্ষে নিহত ৩

মৌলভীবাজার প্রতিবেদক

প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৪ ১৯:৪১ পিএম

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৪ ২০:৩২ পিএম

মৌলভীবাজারের রাজনগরে দুর্ঘটনায় কবলিত দুটি সিএনজি অটোরিকশা। প্রবা ফটো

মৌলভীবাজারের রাজনগরে দুর্ঘটনায় কবলিত দুটি সিএনজি অটোরিকশা। প্রবা ফটো

মৌলভীবাজারের রাজনগরে নম্বরবিহীন দুটি সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে দুই চালকসহ তিনজন নিহত হয়েছে। শুক্রবার (১৬ ফ্রেব্রুয়ারি) বিকালে মৌলভীবাজার-সিলেট আঞ্চলিক মহাসড়কের মহাশস্ত্র গ্রামে ময়নার দোকাননামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে তিনজনকে গুরুতর আবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

নিহতরা হলেন, অটোরিকশাচালক রাজনগর সদর ইউনিয়নের দাশটিলা গ্রামের রাজু আহমদ। অটোরিকশাচালক একই গ্রামের সাহেল আহমদ, যাত্রী ফাহিম ওরফে নাইম আহমদ।

আহতরা হলেন, দাশটিলা গ্রামের আমজদ মিয়ার স্ত্রী সেনাই বেগম, তার দুই মেয়ে রিমা বেগম ও পিমা বেগম। 

রাজনগর থানার ভারপ্রাপ্ত কমকর্তা (ওসি) মো. আব্দুস ছালেক এসব তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয় বরাতে তিনি বলেন, ‘শুক্রবার বিকালে মৌলভীবাজার-সিলেট আঞ্চলিক মহাসড়কের মহাশস্ত্র গ্রামের রাজনগর কলেজ পয়েন্ট চত্বর দাশটিলাগামী একটি নম্বরবিহীন সিএনজি অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা অপর একটি নম্বরবিহীন সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে এক সিএনজি অটোরিকশা চালক রাজু আহমদ মারা যান। অপরদিকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে অপর সিএনজি অটোরিকশাচালক একই গ্রামের সাহেল আহমদ এবং মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় যাত্রী ফাহিম ওরফে নাইম আহমদ মৃত্যুবরণ করেন।’ 

তিনি আরও বলেন, ‘দুর্ঘটনায় নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা