× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘উন্নয়নকে টেকসই করতে দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে’

যশোর প্রতিবেদক

প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৪ ২৩:১৯ পিএম

দুর্নীতি প্রতিরোধ কমিটি যশোর ও নড়াইলের জেলা-উপজেলা কমিটির সঙ্গে মতবিনিময় সভায় (দুদক) খুলনা বিভাগীয় পরিচালক জালাল উদ্দিন আহাম্মদসহ অন্যরা। প্রবা ফটো

দুর্নীতি প্রতিরোধ কমিটি যশোর ও নড়াইলের জেলা-উপজেলা কমিটির সঙ্গে মতবিনিময় সভায় (দুদক) খুলনা বিভাগীয় পরিচালক জালাল উদ্দিন আহাম্মদসহ অন্যরা। প্রবা ফটো

দুর্নীতি দমন কমিশনের (দুদক) খুলনা বিভাগীয় পরিচালক জালাল উদ্দিন আহাম্মদ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের উন্নয়নের রোল মডেল। তাই উন্নয়নকে টেকসই ও গতিশীল করতে দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে দুর্নীতি প্রতিরোধ কমিটি যশোর ও নড়াইলের জেলা-উপজেলা কমিটির সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন তিনি।

পরিচালক জালাল উদ্দিন আহাম্মদ বলেন, আমাদের বর্তমান জিডিপির গ্রোথ ৬ থেকে ৭ এর মধ্যে ঘোরাফেরা করছে। উন্নয়নকে টেকসই করতে হলে এই গ্রোথকে ৮ এ নিতে হবে এবং অন্তত ১০ বছর ওই অবস্থান ধরে রাখতে হবে। আর সেটি সম্ভব হবে যদি আমরা দুর্নীতির লাগাম টেনে ধরতে পারি। কারণ আমাদের জিডিপির দুই শতাংশ দুর্নীতি খেয়ে ফেলছে। তাই উন্নয়নের স্বার্থে দেশপ্রেমকে বুকে নিয়ে সবাই মিলে দুর্নীতি প্রতিরোধ করতে হবে।

সভায় বক্তারা বলেন, প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ে গণশুনানি, অভিযান পরিচালনা, পরিচালককেও জেলা ও উপজেলা পরিদর্শন করা, গবেষণা সেল করা, অনুসন্ধানী তথ্য প্রেরণের জন্য প্রশিক্ষণ দিতে হবে। উপজেলা ও জেলা পর্যায়ে যেখানে দুর্নীতি হয় সেখানে দুদকের কর্মকর্তাদের আলোচনার উদ্যোগ নিতে হবে। এছাড়া দুদকের মামলাগুলোর মনিটরিং করা, শিক্ষার্থীদের সচেতনতা কার্যক্রম জোরদার করা। পাশাপাশি সরকারি কর্মকর্তাদের চাকরির শুরু ও অবসর যাওয়ার সময় সম্পদের বিবরণ নেওয়ার ব্যবস্থা করা দরকার।

সভায় সভাপতিত্ব করেন দুদক যশোর সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক মো. আল আমিন। উপস্থিত ছিলেন দুর্নীতি প্রতিরোধ কমিটি যশোরের সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক বিণয় কৃষ্ণ মল্লিক, নড়াইলের সাধারণ সম্পাদক কাজী হাফিজুর রহমান, যশোরের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা সালেহা বেগম, সদস্য হাবিবুর রহমান মিলন, নজরুল ইসলাম বুলবুল, সুনীল কুমার দাস, মোতাহার হোসেন, তমিজুল ইসলাম প্রমুখ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা