× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বুড়িমারী স্থলবন্দর

পাথরের ট্রাকে চোরাই কাপড়, জব্দ বিজিবির

লালমনিরহাট প্রতিবেদক

প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৪ ২০:৪৭ পিএম

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৪ ২১:০৪ পিএম

পাথরের ট্রাকে চোরাই কাপড়, জব্দ বিজিবির

লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দরে ভুটানের পাথরবোঝাই একটি ট্রাক থেকে অবৈধভাবে আনা ভারতীয় কাপড় জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় ট্রাকটিও জব্দ করেন রংপুর-৬১ বিজিবির (তিস্তা ব্যাটালিয়ন) সদস্যরা। তবে ভারতীয় ওই চালককে আটক করতে পারেননি তারা। রবিবার (১৮ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে অভিযান চালিয়ে ওই ট্রাক জব্দ করা হয়। এ তথ্য নিশ্চিত করেছেন রংপুর-৬১ বিজিবি ব্যাটালিয়নের বুড়িমারী স্থলবন্দর কোম্পানি কমান্ডার সুবেদার মো. আবুল কাশেম। 

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার ভোরে বুড়িমারী স্থলবন্দর বিজিবির একটি টহল দল অভিযান চালিয়ে ভারতীয় ট্রাকটি আটক করে ক্যাম্পে নিয়ে যায়। ট্রাক থেকে পাথর নামিয়ে ১২ বেল ভারতীয় কাপড় উদ্ধার করা হয়। এসব কাপড় ব্যাটালিয়ন হেডকোয়ার্টারে পাঠানো হয়েছে।

আমদানিকারক প্রতিষ্ঠান মেসার্স তানজিনা এন্টারপ্রাইজের প্রোপ্রাইটর মো. হেদায়েতুল ইসলাম বলেন, ‘আমার এলসির পাথরবাহী দুটি গাড়ি বুড়িমারী স্থলবন্দরে প্রবেশের পর স্থানীয় দালালের মাধ্যমে শনিবার বিকালেই পাথর বিক্রি করে দিয়েছি। আমি একজন নতুন ব্যবসায়ী হিসেবে এত ষড়যন্ত্র বুঝতে পারিনি। আমাকে কেউ ফাঁসাতেই এমনভাবে পাথরের ভেতরে ভারতীয় কাপড় আনতে পারে।’

মেসার্স জামান অ্যান্ড ব্রাদার্স সিঅ্যান্ডএফ এজেন্টের সাইনিং অংশীদার মানিকুর রহমান মানিক বলেন, ‘ভুটান থেকে ১৩ ফেব্রুয়ারি বোল্ডার পাথর লোড হয়ে বুড়িমারী স্থলবন্দরে ১৭ ফেব্রুয়ারি দুপুরে প্রবেশ করেছে। এ সময় ভুটানের ফুলসিলিং, ভারতের চ্যাংড়াবান্ধা ও বাংলাদেশের বুড়িমারী স্থলবন্দরের সংশ্লিষ্ট কাস্টমস, স্থলবন্দরসহ বিভিন্ন সংস্থার কর্মকর্তারা পরীক্ষা-নিরীক্ষা করে গাড়ি নিয়ে যাওয়ার জন্য গেট পাস ইস্যু করেছে। কিন্তু রবিবার ভোরে বুড়িমারী স্থলবন্দর বিজিবি ক্যাম্পের টহল দল কীভাবে ওই গাড়ি থেকে ভারতীয় কাপড় উদ্ধার করেছে, এ নিয়ে আমি কিছুই জানি না। এ ঘটনায় ট্রাকচালক, রপ্তানিকারক, ভারতীয় সিঅ্যান্ডএফ এজেন্ট, আমদানিকারক প্রতিষ্ঠানসহ অন্য কেউ জড়িত থাকতে পারে।’ এ সময় তিনি নিজেকে নির্দোষ দাবি করেন।

বুড়িমারী স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ছায়েদুজ্জামান সাইদ বলেন, ‘গরু চোরাকারবারি একটি চক্র পাথর আমদানির নামে ভারত থেকে কাপড়, সুগন্ধি কেমিক্যাল, কসমেটিকসসহ বিভিন্ন ধরনের পণ্য নিয়ে আসছে। এতে এ স্থলবন্দর ও প্রকৃত ব্যবসায়ীদের সুনাম ক্ষুণ্ন হচ্ছে।’ 

রংপুর-৬১ বিজিবি ব্যাটালিয়নের বুড়িমারী স্থলবন্দর কোম্পানি কমান্ডার সুবেদার আবুল কাশেম বলেন, ‘রবিবার ভোর ৫টার দিকে ভারতীয় ট্রাকে ভুটানি পাথরের ভেতরে ভারতীয় কাপড় আনার সংবাদ পেয়ে অভিযান চালিয়ে একটি ট্রাক জব্দ করা হয়। কাপড়ের বেলগুলো হেডকোয়ার্টারে পাঠানো হয়েছে। সেখানে বেলগুলো খুলে গণনা করে সিজার লিস্ট শেষে জব্দ তালিকা ও সিজার লিস্ট অনুযায়ী কাস্টমসে জমা করে পাটগ্রাম থানায় নিয়মিত মামলা করা হবে।’

বুড়িমারী স্থলবন্দর কর্তৃপক্ষের সহকারী পরিচালক গিয়াস উদ্দিন বলেন, ‘কাস্টমসের যথাযথ নিয়মমতে গেট পাস দেওয়ার পরই গাড়ি বন্দর থেকে ছাড় পেয়েছে। তাই এ বিষয়ে আমাদের কোনো কিছু করার বা বলার নেই। বিষয়টি সম্পূর্ণ কাস্টমস কর্তৃপক্ষের বিষয়।’ 

বুড়িমারী স্থলবন্দর কাস্টমসের সহকারী কমিশনার মো. নাজমুল হাসান বলেন, ‘এ স্থলবন্দর কাস্টমসে নতুন যোগদান করেছি। এখনও স্টেশনটির ব্যবসায়ীদের সম্পর্কে পুরোপুরি ধারণা হয়নি। কীভাবে পাথরের ভেতরে কাপড় আনা হয়েছে, বিষয়টি পুরোপুরি তদন্ত করে দেখা হচ্ছে। অপরাধী যিনিই হন না কেন, তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। চোরাচালান বিষয়ে কাউকেই কোনো ছাড় দেওয়া হবে না।’ 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা