× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আল-খায়ের ফাউন্ডেশনের উদ্যোগ

সিলেটে ২৫ জুটির যৌতুকমুক্ত বিয়ে

সিলেট অফিস

প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৪ ১৫:০৮ পিএম

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৪ ১৬:০০ পিএম

২৫ জোড়া তরুণ-তরুণীর যৌতুকমুক্ত বিয়ের আয়োজন করে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে আল-খায়ের ফাউন্ডেশন। সোমবার  নগরীর আমান উল্লাহ কনভেশন হলে তাদের বিয়ের আয়োজন করে প্রতিষ্ঠানটি। প্রবা ফটো

২৫ জোড়া তরুণ-তরুণীর যৌতুকমুক্ত বিয়ের আয়োজন করে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে আল-খায়ের ফাউন্ডেশন। সোমবার নগরীর আমান উল্লাহ কনভেশন হলে তাদের বিয়ের আয়োজন করে প্রতিষ্ঠানটি। প্রবা ফটো

‘ফুড়িনতর বাফ ১২ বছর আগে মারা গেছইন। দুই ফুড়ি লইয়া খাইয়া না খাইয়া দিন কাটাইরাম। ইদিকে ফুড়ি বিয়ারলাখ অইছে। হাতো টেখা-পয়সা নাই, জমিন-মিরাছও নাই। ফুড়ির বিয়ার চিন্তায় রাইত ঘুম আইতো না। টাকা-পয়সা নাই দেখিয়া ভালা জামাইও পাইছলাম না। অউ সময় আল্লাহর হুকুমে তারার (আল-খায়ের ফাইন্ডেশন) সাহায্যে মা অইয়া একখান ফরজ আদায় করলাম। দেশ-বিদেশোর বউত মাইনষে হুনছি ইখানো দান-খয়রাত করছইন। ই ফাউন্ডশন হকলর লাগি দোয়া রইল।’

মেয়েকে বিয়ে দেওয়ার পর নিজের অভিব্যক্তি এভাবেই ব্যক্ত করছিলেন সিলেটের কানাইঘাট উপজেলার নয়াখেল গ্রামের মৃত ইদ্রিস আলীর স্ত্রী মাজিদা বেগম। তার মতো সন্তানকে বিয়ে দিতে পেরে আনন্দাশ্রুতে ভেসেছেন অনেক অভিভাবক। তাদেরেই একজন সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জের কাশেম আলী।

তিনি বলেন, ‘নিজের কোনো জমি নেই। অন্যের জমিতে শ্রমিক হিসেবে কাজ করি। এতে কোনো রকমে সাতজনের সংসার চললেও টাকার অভাবে মেয়ের বিয়ে দিতে পারছিলাম না। ভালো পাত্রের সন্ধান পেলেও গরিব হওয়ায় পাত্রপক্ষের অভিভাবকরা আত্মীয়তা করতে আগ্রহী হতেন না। ২০ বছরের মেয়েকে নিয়ে দুশ্চিন্তার শেষ ছিল না। তবে মাথার ওপর থেকে পাহাড় সমান চাপ নেমেছে। মেয়েকে একটা উপযুক্ত পরিবারে বিয়ে দিতে পেরেছি।’

বোনকে নিয়ে একই পরিস্থিতিতে ছিলেন সিলেটের জৈন্তাপুর উপজেলার চারিকাটার হাবিবুর রহমান। শ্রমিকের কাজ করে সংসার চালালেও বোনের বিয়ে দিতে পারছিলেন না টাকার অভাবে। এলাকার এক বন্ধুর মাধ্যমে আল-খায়ের ফাউন্ডেশনের সঙ্গে যোগাযোগ করে বোনের বিয়ে দিতে পারায় খুবই খুশি হাবিবুর রহমান। তিনি বলেন, ভাই-বোন ছোট থাকাবস্থায় বাবা মারা গেছেন। দুই ভাই ও তিন বোন নিয়ে খুব কষ্টে আছি। বোনটা বিয়ের উপযুক্ত হওয়ার পর থেকে চিন্তায় ছিলাম। আল্লাহর রহমতে এই ফাউন্ডেশনের সহযোগিতায় বিয়ে দেওয়াটা সম্ভব হয়েছে।

মাজিদা বেগম, কাশেম আলী, হাবিবুর রহমানের মতো হতদরিদ্র ৫০ পরিবারের নিরাশার জীবনে নতুন আশার আলো ছড়িয়ে দিয়েছে আল-খায়ের ফাউন্ডেশন।

সোমবার (১৯  ফেব্রুয়ারি) সিলেট বিভাগের এমন অসহায় পরিবারের ২৫ জোড়া তরুণ-তরুণীর যৌতুকমুক্ত বিয়ের আয়োজন করে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে আল-খায়ের ফাউন্ডেশন। নগরীর আমান উল্লাহ কনভেশন হলে স্বজনদের নিয়ে আয়োজিত অনুষ্ঠানে নতুন সংসার সাজাতে বর-কনেকে দেওয়া হয়েছে নানা উপহার। এর মধ্যে গৃহস্থালি, খাদ্যসামগ্রী যেমন রয়েছে; তেমনি ছিল নগদ অর্থ, ভ্যানগাড়ি, সেলাই মেশিনসহ জীবনযুদ্ধে এগিয়ে যাওয়ার রসদ।

সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জের বর সালমান মিয়া বলেন, স্থানীয় একজনের মাধ্যমে যৌতুকমুক্ত বিয়ের কথা জানতে পারি। এরপর পারিবারিকভাবে কনে ঠিক করা হয়। পছন্দের সেই মানুষকে নিয়ে দাম্পত্য জীবন শুরু করতে পারলাম। এজন্য আল-খায়ের ফাউন্ডেশনের কাছে অশেষ কৃতজ্ঞতা। সালমান বলেন, ‘অখন নিজোর ভ্যান চালাইমু। আর বউয়ে সেলাই মেশিন দিয়া কাপড় সিলাই করব। দুইজনে মিলিয়া কাম করলে সংসারে অভাব থাকতো নায়।’

নবদম্পতিদের শুভকামনা জানিয়ে আল-খায়ের ফাউন্ডেশনের কান্ট্রি ডিরেক্টর তারেক মাহমুদ সজীব বলেন, ‘২০১৬ সাল থেকে আল-খায়ের ফাউন্ডেশন প্রাকৃতিক দুর্যোগসহ জনকল্যাণমূলক কাজ করে যাচ্ছে। গত বছরও সিলেটে যৌতুকমুক্ত বিয়ের আয়োজন করা হয়েছিল। এছাড়া বিগত বন্যায় সিলেটে ১০ হাজার পরিবারকে ত্রাণসামগ্রী ও ২৫ হাজার মানুষকে রান্না করা খাবার বিতরণ করে। এরপর আবারও সিলেটে যৌতুকমুক্ত বিয়ের উদ্যোগ নেওয়া হয়েছে। দেশ-বিদেশের নানা প্রান্তের মানুষের সহযোগিতায় আনন্দময় এ আয়োজন করা সম্ভব হয়েছে। ভবিষ্যতে আরও কয়েকশ গরিব পরিবারকে বিয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক সিলেট মিররের সম্পাদক আহমেদ নূর। তিনি বলেন, আল-খায়ের ফাউন্ডেশন যৌতুকমুক্ত সমাজ গড়তে যে উদ্যোগ নিয়েছে, তাদের সাধুবাদ জানাই। সমাজ থেকে যৌতুক দূরীকরণে সরকারের পাশাপাশি বিভিন্ন সংগঠন ও সংস্থার এ ধরনের সামাজিক উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন। 

এমন উদ্যোগে সহযাত্রী হতে পারার উচ্ছ্বাস প্রকাশ করেছেন ইক্বরা টিভির ইউকের উপস্থাপক মুফতি সালেহ আহমদ। তিনি বলেন, ‘যৌতুক একটি সামাজিক ব্যাধি। এর বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে। যারা বিয়েবন্ধনে আবদ্ধ হলেন, তারা সারা জীবন যৌতুকের বিরুদ্ধে সোচ্চার থাকবেন।’

দিনব্যাপী আয়োজনে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন- প্রতিদিনের বাংলাদেশ ফিচার সম্পাদক সিরাজুল ইসলাম আবেদ, ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (ইমজা) সভাপতি সজল ছত্রী, আমান উল্লাহ কনভেনশন হলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ কুদরত উল্লাহ ফাহের প্রমুখ। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা