× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মেডিকেলে ভর্তির সুযোগ পেয়েও দুশ্চিন্তায় সাব্বির

উজিরপুর (বরিশাল) প্রতিবেদক

প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৪ ২০:৩২ পিএম

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৪ ২১:৪৬ পিএম

মেডিকেলে ভর্তির সুযোগ পেয়েছেন কৃষকের সন্তান রমজান খান সাব্বির। প্রবা ফটো

মেডিকেলে ভর্তির সুযোগ পেয়েছেন কৃষকের সন্তান রমজান খান সাব্বির। প্রবা ফটো

ছোটবেলা থেকে অভাবের সঙ্গে যুদ্ধ করে লেখাপড়া চালিয়েছেন বরিশালের উজিরপুর উপজেলার  দামোদরকাঠি গ্রামের রমজান খান সাব্বির। নিজের প্রচেষ্টা আর শিক্ষকদের আন্তরিক দিকনির্দেশনায় পেয়েছেন মেডিকেলে ভর্তির সুযোগ। তবে সাব্বিরের চিকিৎসক হওয়ার স্বপ্ন পূরণে বাধা হয়ে দাঁড়িয়েছে অর্থ। ভর্তির জন্য প্রয়োজনীয় টাকা সংগ্রহ করতে হিমশিম খাচ্ছেন তার বাবা কৃষক ফিরোজ খান।

সাব্বির জানান, ভর্তি পরীক্ষায় ৬৭.৭৫ নম্বর পেয়ে পটুয়াখালী মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন তিনি। কোনো প্রাইভেট পড়ার মতো সুযোগ ছিল না। মেডিকেলে ভর্তি পরীক্ষার কোনো বইও কিনতে পারেননি। বোনের উপহার পাওয়া ডিজিটাল শুমারি ট্যাব দিয়ে অনলাইনে পড়াশোনা করে প্রথম চেষ্টাতেই সুযোগ পেয়েছেন তিনি।

উজিরপুরের এইচএম ইনস্টিটিউট থেকে ২০২১ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছেন সাব্বির। সরকারি গৌরনদী কলেজ থেকে এইচএসসি পরীক্ষায়ও জিপিএ-৫ পেয়েছেন তিনি।

সাব্বিরের বাবা ফিরোজ খান বলেন, ‘আল্লাহর রহমতে সাব্বির পটুয়াখালী মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছে। কীভাবে ছেলেকে ভর্তি করব আর পড়ালেখার খরচ বহন করব তা নিয়ে চিন্তায় রয়েছি।’

সাব্বিরের মা সাহিদা বেগম বলেন, ‘স্বামী কৃষিকাজ করেন। যখন টাকা থাকে তখন গামছা বিক্রির ব্যবসা করেন। এ দিয়ে চলতে কষ্ট হয়। ছেলেকে মেডিকেলে ভর্তি করা নিয়ে চিন্তায় আছি।’

সকলের কাছে দোয়াও চেয়েছেন তিনি।

সাব্বিরের ভর্তির বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এবিএম জাহিদ হাসানের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘এই মেধাবীর মেডিকেলে অধ্যয়ন অব্যাহত রাখতে সরকারের পাশাপাশি আমরা ব্যক্তিগতভাবে সর্বোচ্চ সহযোগিতা করব।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাখাওয়াত হোসেন সাংবাদিকদের বলেন, ‘অদম্য মেধাবী সাব্বির হোসেনকে মেডিকেল কলেজে ভর্তিসহ সব ধরনের সহযোগিতায় সরকারের পাশাপাশি ব্যক্তিগতভাবে ও উপজেলা প্রশাসনের মাধ্যমে সহায়তা করব, যাতে তার ডাক্তার হতে কোনো বাধা না থাকে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা