× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

২১ কিলোমিটার দৌড়ে ভাষাশহীদদের স্মরণ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৪ ১৫:৪১ পিএম

সাজ্জাতুল্লাহ শেখ (বাঁয়ে) ও মানিক রহমান। প্রবা ফটো

সাজ্জাতুল্লাহ শেখ (বাঁয়ে) ও মানিক রহমান। প্রবা ফটো

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষাশহীদদের স্মরণে ২১ কিলোমিটার পথ দৌড়ালেন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী।

বুধবার (২১ ফেব্রুয়ারি) ভোর ৪টা ১ মিনিটে ইসলামী বিশ্ববিদ্যালয়ের মৃত্যুঞ্জয়ী মুজিবের সামনে থেকে দৌড় শুরু করেন মো. মানিক রহমান। বিরতিহীনভাবে ২ ঘন্টা ১০মিনিট ২০ সেকেন্ডে ২১ কিলোমিটার দৌড়ে শহরের চৌরহাঁসে পৌঁছান মানিক। তিনি বিশ্ববিদ্যালয়ের হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। 

অন্যদিকে ভোর ৭টার দিকে কুষ্টিয়া শহরের চৌরহাঁস থেকে দৌড় শুরু করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাজ্জাতুল্লাহ শেখ। সকাল সাড়ে ৯টা ১৫ মিনিটে ক্যাম্পাসের শহীদ মিনারে আসেন সাজ্জাতুল্লাহ। তিনি বিশ্ববিদ্যালয়ের আল হাদীস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।  

সাজ্জাতুল্লাহ শেখ প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘যখন ক্যালেন্ডারে ফেব্রুয়ারি মাস কড়া নেড়েছে তখন আমার মনে হল ভাষার মাসে মহান ভাষা শহীদদের প্রতি উৎসর্গ করে আমি একটি হাফ ম্যারাথন করবো। যেহেতু একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সে হিসেবে আমি ২১ কিলোমিটার দাঁড়াব। আমি আজকের এই ম্যারাথন মহান ভাষা শহীদদের প্রতি উৎসর্গ করছি।’

মানিক রহমান বলেন, 'বাতাসের প্রাণে শোকের মাতম। চাপা একটা যন্ত্রণার ব্যথা উপচে পড়ছে সবার হৃদয়ে। এই দিনে মাতৃভাষা এবং সাংস্কৃতিক পরম্পরা বিশেষ গৌরবের সাথে উদযাপিত হয়। ভাষাশহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন  করতেই আমি ২১ কিলোমিটার দৌড়ালাম। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা