× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

লাখো মোমবাতি জ্বালিয়ে ভাষা শহীদদের স্মরণ

নড়াইল সংবাদদাতা

প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৪ ২০:১০ পিএম

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৪ ০০:৩৪ এএম

নড়াইলের কুরিরডোব মাঠে লাখো মোমবাতি জ্বালিয়ে ভাষা শহীদদের প্রতি নিবেদন করা হয়েছে বিনম্র শ্রদ্ধা। প্রবা ফটো

নড়াইলের কুরিরডোব মাঠে লাখো মোমবাতি জ্বালিয়ে ভাষা শহীদদের প্রতি নিবেদন করা হয়েছে বিনম্র শ্রদ্ধা। প্রবা ফটো

একটি, দু’টি নয়-লাখো মোমবাতি প্রজ্জ্বালন। উপলক্ষ ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন। বিশাল এই আয়োজন দেখতে তাই নড়াইলের কুরিরডোব মাঠে প্রতিবারের মতো এবারও ভিড় হাজারও মানুষের।

বুধবার (২১ ফেব্রুয়ারি) ৬টা ২০ মিনিটের দিকে সব মোমবাতি জ্বেলে ওঠে একসঙ্গে। তখন ‘আমার ভাইয়ের রক্ত রাঙ্গানো একুশে ফেব্রুয়ারি, আমি কী ভুলিতে পারি’ গানের মধ্য দিয়ে ঘণ্টাব্যাপী গণসংগীত পরিবেশন শুরু করে সম্মিলিত সাংস্কৃতিক জোট।

‘অন্ধকার থেকে মুক্ত করুক একুশের আলো’-এ স্লোগানকে সামনে রেখে একুশের আলো উদযাপন পর্ষদের আয়োজনে অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী। এ সময় উপস্থিত ছিলন পুলিশ সুপার মোহা. মেহেদী হাসান,  নড়াইল পৌরসভার মেয়র আঞ্জুমান আরা,একুশের আলো নড়াইলের সভাপতি প্রফেসর মুন্সি হাফিজুর রহমান, নাট্যব্যক্তিত্ব কচি খন্দকার, একুশের আলোর যুগ্ন-সাধারণ সম্পাদক ও জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি মলয় কুন্ডু,কাউন্সিলর শরফুল আলম লিটু প্রমুখ।


অনুষ্ঠান দেখতে আসা বাপ্পি ইসলাম বলেন, ‘অনেক মোমবাতি এক সঙ্গে জ্বালিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন ও ভাষা শহীদদের স্বরণ করতে দেখে খুব ভালো লাগছে।’

নুসরান সুলতানা বলেন, ‘নিজে আনন্দ উপভোগ করতে এবং বাচ্চাদের আনন্দ দিতে ও ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে মোমবাতি প্রজ্জ্বালন অনুষ্ঠানে উপস্থিত হয়েছি। অনেক ভালো লাগছে আমার।’

১৯৯৮ সালের ২১ ফেব্রুয়ারি নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ ও ভিক্টোরিয়া কলেজিয়েট স্কুলের ৬ একরের বিশাল কুরিরডোব মাঠে লাখো মোমবাতি জ্বালিয়ে ভাষাশহীদদের স্মরণের ব্যতিক্রম এ আয়োজনটি শুরু হয়। আয়োজন সফল করতে এক মাস আগে থেকে প্রস্তুতির কাজ শুরু করেন সাংস্কৃতিককর্মী, স্বেচ্ছাসেবক ও শ্রমিকরা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা