× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শাহ আমানতে ১ কেজি ৬১৭ গ্রাম স্বর্ণ নিয়ে যাত্রী গ্রেপ্তার

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৪ ২১:২০ পিএম

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৪ ২২:১৭ পিএম

শাহ আমানত বিমানবন্দরে উদ্ধার হওয়া স্বর্ণ। প্রবা ফটো

শাহ আমানত বিমানবন্দরে উদ্ধার হওয়া স্বর্ণ। প্রবা ফটো

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এক কেজি ৬১৭ গ্রাম স্বর্ণ নিয়ে সংযুক্ত আরব আমিরাত থেকে আসা এক যাত্রীকে গ্রেপ্তার করেছেন কাস্টমস কর্মকর্তারা। বুধবার (২১ ফেব্রুয়ারি) সকালে বিমানবন্দরে নামার পর তার ব্যাগ তল্লাশি করে এসব স্বর্ণ জব্দ করা হয়। এ ঘটনায় পতেঙ্গা থানায় মামলা হয়েছে।

ওই যাত্রীর নাম মো. জাহাঙ্গীর আলম। পতেঙ্গা থানায় তার নামে মামলা হয়েছে।

চট্টগ্রাম কাস্টমসের সহকারী কমিশনার (বিমানবন্দর) আলিফ রহমান প্রতিদিনের বাংলাদেশকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘সকাল পৌনে ১০টায় সংযুক্ত আরব আমিরাত থেকে একটি ফ্লাইটে করে আসেন জাহাঙ্গীর আলম। তার লাগেজ স্ক্যানিং করার সময় তাতে স্বর্ণ থাকার বিষয়টি ধরা পড়ে। পরে তার ব্যাগ খুলে তল্লাশি করা হয়। এ সময় ব্যাগে থাকা দরজার লক, ব্যাটারি ও চার্জার লাইটের ভেতরে লুকানো অবস্থায় দুটি দণ্ডাকৃতির সোনার খণ্ড ও সাতটি সোনার পাত পাওয়া যায়। এ ছাড়া তার শরীর তল্লাশি করে আরও ছয়টি সোনার চুড়ি পাওয়া যায়। উদ্ধার হওয়া স্বর্ণের ওজন ১ কেজি ৬১৭ গ্রাম। যার আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৬০ লাখ টাকা।’ 

তিনি আরও বলেন, ‘স্বর্ণ উদ্ধারের ঘটনায় জাহাঙ্গীর আলমের নামে পতেঙ্গা থানায় মামলা হয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য তাকে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা