× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বগুড়ায় ৩০০ বছরের পুরনো সন্ন্যাসী মেলা ঘিরে উৎসব

বগুড়া অফিস

প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৪ ২২:২৮ পিএম

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৪ ১৭:৩৫ পিএম

বগুড়ার শাজাহানপুরে ৩০০ বছরের পুরনো ঐতিহ্যবাহী খাউড়া মেলা বা ছোট সন্ন্যাসী মেলা। প্রবা ফটো

বগুড়ার শাজাহানপুরে ৩০০ বছরের পুরনো ঐতিহ্যবাহী খাউড়া মেলা বা ছোট সন্ন্যাসী মেলা। প্রবা ফটো

বগুড়ার শাজাহানপুরে ৩০০ বছরের পুরনো ঐতিহ্যবাহী খাউড়া মেলা বা ছোট সন্ন্যাসী মেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ ফেব্রুয়ারি) দিনব্যাপী উপজেলার খোট্টপাড়া ইউনিয়নের জালশুকা খাউড়া দহ এলাকায় এ মেলা হয়। এবারের মেলায় বসে তিন শতাধিক দোকান। 

মেলাকে কেন্দ্র করে জালশুকা, চান্দাই, নারিল্যা, খোট্টাপাড়া, বলদিপালান, চাঁচাইতারাসহ আশ পাশের এলাকার প্রতিটি বাড়ি আত্মীয়স্বজনে ভরে ওঠে। পোড়াদহ মেলার মতো এই মেলারও প্রধান আকর্ষণ বিভিন্ন প্রজাতির বড় বড় মাছ। বিশেষ করে বাঘাইড়, বোয়াল, কাতলা, রুই, বিগ হেড, ব্লাড কার্প মাছ কিনতে অনেকেই সারা বছর অপেক্ষা করে এই দিনটির জন্য।

তবে এবারের মেলায় মাছেরদাম গত বছরের তুলনায় একটু বেশি। কাতলা আকার ও ওজন ভেদে কেজি ৬০০-৯০০ টাকা, বিগ হেড ৩৫০-৪৫০ টাকা, রুই ৪০০-৬০০ টাকা, পাঙ্গাস ৩০০-৪০০ টাকা, ব্লাড কার্প ৪০০-৬০০ টাকা, কার্পু ৩৫০-৪৫০ টাকা, সিলভার ২৫০-৩৭০ টাকা, বোয়াল ৬০০-৯০০ টাকা এবং আইড় ১২০০-১৪০০ টাকা। 

মেলায় বাঘাইড় মাছ নিয়ে এসেছেন গাবতলীর মহিষাবান এলাকার শুঘ্র নামের এক ব্যবসায়ী। তিনি বলেন, ‘আমার কাছে ছয়টা বিভিন্ন ওজনের বাঘাইড় মাছ আছে। প্রতি কেজি ১২০০ টাকা দরে বিক্রি করছি।’

মামা ভাগ্নে মাছের দোকানের মালিক মনু মিয়া বলেন, ‘সিরাজগঞ্জ থেকে ২২ কেজি ওজনের কাতলা মাছ এনেছি। এটাই মেলার সবচেয়ে বড় মাছ। এই মাছের দাম ৩০ হাজার টাকা চাওয়া হয়েছে। দরদামে মিলে গেলে মাছটি বিক্রি করে দেব।’

গাবতলী উপজেলার মাছ ব্যবসায়ী আব্দুল মালেক বলেন, ‘গতবারের তুলনায় মাছের দাম একটু বেশি হলেও বিক্রি ভালোই হচ্ছে। তবে চাহিদা অনুযায়ী মাছ আনতে পারিনি।’

মেলায় জামাইকে সঙ্গে নিয়ে কাতলা মাছ কেনেন মাদলা এলাকার আজিজার রহমান। তিনি বলেন, ‘প্রতি বছর মেলা উপলক্ষ্য বাড়িতে মেয়ে আত্মীয়স্বজন আসেন। এবার ২০ কেজি ওজনের কাতল মাছটি ১২ হাজার টাকায় কিনেছি।’

মাছের পাশাপাশি মেলায় ছিল হরেক রকমের মিষ্টি, খেলনা, চুরি-ফিতা, সংসারের ব্যবহার্য লোহার সামগ্রী, কাঠের আসবাবপত্র, হলুদ, পান খাওয়ার চুনসহ প্রয়োজনীয় নিত্যপণ্য।  

শাজাহানপুর থানার ওসি শহিদুল ইসলাম বলেন, ‘প্রতি বছরের ন্যায় এবারও খাউড়া মেলা অনুষ্ঠিত হয়েছে। যেকোন ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশের পর্যাপ্ত সদস্য সেখানে মোতায়েন করা হয়েছে।’ 


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা