× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মায়ের লাশ বাড়িতে রেখে এসএসসি পরীক্ষার হলে দুই ভাই

ভান্ডারিয়া (পিরোজপুর) সংবাদদাতা

প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৪ ১৪:৫৫ পিএম

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৪ ১৫:৫০ পিএম

বৃহস্পতিবার দুপুরে ভান্ডারিয়া বন্দর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দিয়ে ফিরছেন দুই ভাই। প্রবা ফটো

বৃহস্পতিবার দুপুরে ভান্ডারিয়া বন্দর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দিয়ে ফিরছেন দুই ভাই। প্রবা ফটো

বেশ কিছু দিন ধরে অসুস্থতাসহ নানান ধরনের সমস্যায় ভুগছিলেন শাহানা বেগম। মঙ্গলবার সন্ধ্যায় হঠাৎ তার অসুস্থতা আরও বেড়ে গেলে পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাতে তার মৃত্যু হয়।

এমন অবস্থায় মা শহানা বেগমের মরদেহ বাড়িতে রেখে বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে দুই ভাই সাইফুল ইসলাম ও আসাদ মল্লিক। পরীক্ষা শেষে বাড়িতে ফিরে মায়ের মরদেহ দাফনে অংশ নেয় তারা।

ঘটনাটি ঘটেছে কাউখালী উপজেলার জোলাগাতি গ্রামে। সাইফুল ও আসাদ ওই গ্রামের ব্যবসায়ী আবুল হোসেন মল্লিকের ছেলে। তারা দুই ভাই ভান্ডারিয়া উপজেলার উত্তর ভিটাবাড়ীয়া নূরজাহান মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী।

সাইফুল ও আসাদের পরীক্ষার কেন্দ্র পড়েছে ভান্ডারিয়া বন্দর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে। সকাল ১০টার আগে চোখ মুছতে মুছতে এই কেন্দ্রে আসে দুই ভাই। সহপাঠী ও কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত শিক্ষকদের সহযোগিতায় ইংরেজি দ্বিতীয় পত্র বিষয়ের পরীক্ষায় অংশ নেয় তারা।

পরীক্ষা শুরুর আগে সাইফুল ও আসাদ জানায়, মা তাদের অনেক ভালোবাসতেন। তিনি চাইতেন দুই ভাই যেন পড়ালেখা করে অনেক বড় হয়। তাই এমন অবস্থায়ও পরীক্ষায় অংশ নিয়েছেন। মায়ের আত্মাকে তারা কষ্ট দিতে চান না।

পরিবার ও স্থানীয়রা জানায়, অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শাহানা বেগমের মৃত্যু হয়। তার মৃত্যুর সংবাদে ভেঙে পড়ে এসএসসি পরীক্ষার্থী দুই ছেলে সাইফুল ও আসাদ। বৃহস্পতিবার সকাল থেকে মায়ের লাশের পাশে বসে থাকে এ দুই ভাই। স্বজনেরা তাদের নানাভাবে মা হারানোর শোক কাটিয়ে উঠতে সহায়তা করেন। পরে স্বজনদের কথায় মায়ের মরদেহ বাড়িতে রেখে পরীক্ষা দিতে যায় দুই ভাই। পরীক্ষা শেষ হওয়ার ১০ মিনিট আগে তারা বের হয়ে মায়ের জানাজার জন্য বাড়িতে আসে। দুপুর ২টায় জানাজার নামাজের পর মায়ের দাফন সম্পন্ন হয়।

কেন্দ্র সচিব ভান্ডারিয়া বন্দর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাহমুদ চৌধুরী প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘এসএসসি পরীক্ষার্থী সাইফুল ইসলাম ও আসাদ মল্লিক মা হারানোর বিষয়টি খুবই মর্মান্তিক। তার কক্ষের পর্যবেক্ষকসহ আমি কেন্দ্রে তার খোঁজখবর রেখেছি। আমি কক্ষে গিয়ে তাদের খোঁজ নিয়েছি। সান্ত্বনা দিয়েছি। পরীক্ষার কক্ষে মাঝেমধ্যে কান্নায় ভেঙে পড়ে তারা। সহপাঠীরা তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেছে তবে পরীক্ষা ভালো হয়েছে তাদের।’

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জহিরুল আলম প্রতিদিনের বাংলাদেশকে বলেন, বিষয়টি জানতে পেরে ওই কেন্দ্র পরিদর্শনে গিয়ে। ওই পরীক্ষার্থীদের সান্ত্বনা দিয়েছি। তবে তাদের  পরীক্ষা ভালো হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা