× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

খানসামায় সোয়া কোটি টাকার ঋণ পেল ১৫২ কৃষক

খানসামা (দিনাজপুর) প্রতিবেদক

প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৪ ১৮:৫৯ পিএম

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৪ ১৯:৪৪ পিএম

খানসামায় ভুট্টাচাষিদের মাঝে ঋণ বিতরণ করেছে সোশ্যাল ইসলামী ব্যাংক। প্রবা ফটো

খানসামায় ভুট্টাচাষিদের মাঝে ঋণ বিতরণ করেছে সোশ্যাল ইসলামী ব্যাংক। প্রবা ফটো

দিনাজপুরের খানসামা উপজেলার ১৫২ জন ভুট্টাচাষির মাঝে ১ কোটি ১৬ লাখ ৭০ হাজার টাকার ঋণ বিতরণ করেছে সোশ্যাল ইসলামী ব্যাংক। বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার গোয়ালডিহি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে ভুট্টাচাষি ও কৃষি উদ্যোক্তাদের সঙ্গে মতবিনিময় সভা ও স্বল্প মুনাফায় গ্রামীণ আয় উৎসারী কর্মকাণ্ডে এবং ৪ শতাংশ মুনাফায় ভুট্টা চাষে বিনিয়োগ বিতরণ অনুষ্ঠানে এই ঋণ বিতরণ করা হয়।

উপজেলার কাচিনিয়া গ্রামের কৃষক নাসির উদ্দীন বলেন, ‘আমি গত বছর সোশ্যাল ইসলামী ব্যাংক থেকে ৬০ হাজার টাকা ঋণ নিয়েছিলাম। সেই টাকা দিয়ে আমি ভুট্টা ও রসুন আবাদ করেছি। ভুট্টা ও রসুন আবাদ করে লাভ হয়েছে। অন্যান্য ব্যাংক থেকে ঋণ নিতে গেলে জমির কাগজপত্র ব্যাংকে জমা দিতে হয়। অন্যান্য ব্যাংকের কাছে অনেকবার চাওয়ার পরও ঋণ পাওয়া যায় না। কিন্তু সোশ্যাল ইসলামী ব্যাংক নিজেই আমাদের কাছে এসে ঋণ প্রদান করছে। সোশ্যাল ইসলামী ব্যাংক কোনো কাগজপত্র ছাড়াই ঋণ প্রদান করছে। উপজেলা কৃষি অফিস থেকে কৃষি কার্ড দেখালেই ঋণ পাওয়া যায়। আমি সময়মতো ঋণ পরিশোধ করে দিয়েছি। আমি এবার আবার ঋণ নিচ্ছি।’

একই এলাকার কৃষক মহির উদ্দিন বলেন, ‘এই এলাকার অধিকাংশ কৃষক গরিব। তারা আবাদ করার জন্য বিভিন্ন এনজিও ও ব্যাংক থেকে বেশি সুদে ঋণ নেয়। এতে ফসল আবাদ করে ঋণ পরিশোধ করার পর তাদের হাতে কোনো টাকা থাকে না। কিন্তু সোশ্যাল ইসলামী ব্যাংকের কম সুদে ঋণ নিয়ে কাজ করা যায়। সোশ্যাল ইসলামী ব্যাংক থেকে ঋণ নিয়ে টাকা ফসল আবাদের কাজে লাগানো সম্ভব হয়। ফসল ওঠার পর ঋণ পরিশোধ করে দিয়ে হাতে কিছু টাকা লাভ হিসেবে থাকে। তাই এই কার্যক্রমকে আর সম্প্রসারিত করার জন্য অনুরোধ করছি।’

উপজেলার ভাবকি চণ্ডিপাড়ার কৃষক রাহেনা পারভিন বলেন, ‘আমি সোশ্যাল ইসলামী ব্যাংক থেকে ঋণ নিয়ে দুটি ছোট গরু কিনেছি। সেই গরুগুলো বড় করে বিক্রি করে দিয়েছি। এখন আমার বাসায় তিনটি গরু রয়েছে।’

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসির উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ হাবীবুর রহমান। তিনি বলেন, ‘দিনাজপুর একটি কৃষিপ্রধান জেলা। এই জেলার বিভিন্ন ধরনের খাদ্যশস্য উৎপাদন করা হয়। পাশাপাশি এই জেলার মাটি ভুট্টা আবাদের জন্য খুবই উপযোগী। তাই এই জেলার কৃষকদের পাশে আমরা দাঁড়িয়েছি। ভুট্টা চাষ করার জন্য স্বল্প সুদে কৃষকদের মাঝে ঋণ বিতরণ করা হচ্ছে। ইতোমধ্যে আমরা এই এলাকার কৃষকদের মাঝে ঋণ বিতরণ করেছি। ঋণগ্রহীতারা সময়মতো ঋণের টাকা ফেরত দিয়েছে। তাই আমরা এবার আরও বেশি ঋণ প্রদান করছি। আমাদের এই কার্যক্রম ভবিষ্যতে আরও বাড়ানো হবে। সোশ্যাল ইসলামী ব্যাংক গ্রামের অর্থনৈতিক উন্নয়নের জন্য কাজ করছে।’

সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসির রাজশাহী অঞ্চলের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও অঞ্চল প্রধান মো. শাহরিয়ার খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. তাজ উদ্দিন। বক্তব্য দেন, নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি পিএলসির নির্বাহী পরিচালক মোহাম্মদ শহীদ হোসেন, সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও এসএমই প্রধান সাদাত আহমাদ খান, খানসামা উপজেলা ভারপ্রাপ্ত কৃষি অফিসার হাবিবা আকতার, গোয়ালডিহি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাখাওয়াত হোসেন লিটন, গোয়ালডিহি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ শেখ আফজাল হোসেন। স্বাগত বক্তব্য দেন, সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসির রানীরবন্দর শাখার এভিপি ও ম্যানেজার মো. আওলাদ হোসেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা