× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সীমান্তে হত্যা বন্ধে প্রতীকী লাশের মিছিল পৌঁছেছে লালমনিরহাটে

লালমনিরহাট প্রতিবেদক

প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৪ ১৯:২৩ পিএম

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৪ ২০:১৪ পিএম

সীমান্তে হত্যা বন্ধে দেশের সীমান্তবর্তী জেলাগুলোতে প্রতীকী লাশ নিয়ে মিছিল করছেন হানিফ বাংলাদেশি। বৃহস্পতিবার লালমনিরহাট থেকে তোলা। প্রবা ফটো

সীমান্তে হত্যা বন্ধে দেশের সীমান্তবর্তী জেলাগুলোতে প্রতীকী লাশ নিয়ে মিছিল করছেন হানিফ বাংলাদেশি। বৃহস্পতিবার লালমনিরহাট থেকে তোলা। প্রবা ফটো

ভারত ও মিয়ানমার সীমান্তে বাংলাদেশি নাগরিক হত্যা বন্ধে দেশের সীমান্তবর্তী জেলাগুলোতে প্রতীকী লাশ নিয়ে মিছিল করছে হানিফ বাংলাদেশি নামে এক ব্যক্তি।

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে লালমনিরহাট জেলার প্রাণকেন্দ্র মিশনমোড় চত্বরে পৌঁছান তিনি। সেখানে ৩০ মিনিটব্যাপী মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ সময় হানিফ বাংলাদেশির সঙ্গে আসা তিন যুবক মানববন্ধনে প্রতীকী লাশ নিয়ে দাঁড়িয়ে থেকে সীমান্তে হত্যা বন্ধে প্রতিবাদ জানান। তারা হলেন, এসইউ আহমেদ, সৌরভ হোসেন বেলাল ও মোহাম্মদ আরিফ হোসেন।

১৬ ফেব্রুয়ারি কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার জিরোপয়েন্টে শুরু হওয়া প্রতীকী লাশের মিছিল সারা দেশ ঘুরে ২২ ফেব্রুয়ারি যশোরের বেনাপোল সীমান্ত গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে বলে জানান হানিফ বাংলাদেশি।

হানিফ বাংলাদেশি বলেন, ‘বাংলাদেশের প্রতিবেশী দুটি দেশ আছে। একটি ভারত ও অন্যটি মিয়ানমার। এই দেশ দুটি সব সময় বাংলাদেশের ওপর আগ্রাসন চালাচ্ছে। মিয়ানমার ১২ লাখ রোহিঙ্গাকে অত্যাচার করে বাংলাদেশে পাঠিয়েছে। এসব রোহিঙ্গা নিজেরা মানববেতর জীবনযাপন করছে, বাংলাদেশের নানা রকম সামাজিক সংকট সৃষ্টি করছে। ৫ ফেব্রুয়ারি দেশটির অভ্যন্তরে যুদ্ধের কারণে মর্টার শেল বাংলাদেশে এসে পড়ে দুই বাংলাদেশি নিহত হয়েছে। ওই দেশটির ৩৩০ জন বিজিপিসহ সরকারি কর্মকর্তা-কর্মচারী দেশে অনুপ্রবেশে করেছে। তাদের বাংলাদেশ সরকার ফেরত পাঠিয়েছে। কিন্তু দুই বাংলাদেশি নিহতের ঘটনার দায় কে নেবে? অবশ্যই মিয়ানমার সরকারকে এই হত্যার দায় নিতে হবে। তা না হলে বাংলাদেশ সরকারকে এর দায় নিতে হবে।’

তিনি আরও বলেন, ‘আমাদের বন্ধুপ্রতিম অপর প্রতিবেশী দেশ ভারত।  দেশটির সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ স্বাধীনতার পর থেকে প্রতিনিয়তই নিরীহ বাংলাদেশিদের পাখির মতো গুলি করে হত্যা করছে। তারা বলে যে এরা গরু চোর, চোরাকারবারি। হতে পারে এরা গরু চোর, চোরাকারবারি। তাহলে এদের আইনের আওতায় এনে বিচার করা হোক। এদের গুলি করে পাখির মতো হত্যা করা হবে কেন? আর সীমান্তে মাদক, গরু এমনি পাওয়া যায় না। ভারতের লোকেরা বিক্রি করে। বাংলাদেশের লোকেরা ক্রয় করে। যদি অপরাধী হয়ে থাকে, তাহলে দুই দেশের লোকেরাই সমান অপরাধী। তাহলে শুধু বাংলাদেশের নাগরিকদের এইভাবে অপবাদ দিয়ে হত্যা করা হবে কেন? এজন্য দায়ী হলো আমাদের দেশের শাসকেরা। কিছু দিন আগে যশোর সীমান্তে বিএসএফ গুলি করে একজন বিজিবি সদস্যকে হত্যা করেছে। এ ঘটনায় ভারতের হাইকমিশনারকে ডেকে প্রতিবাদ জানাতে পারেনি সরকার। এজন্য ভারত নানা রকম আগ্রাসন চালাচ্ছে। গত ৪ মাসে ভারত ২১ জন বাংলাদেশিকে গুলি করে হত্যা করেছে। বিভিন্ন মানবাধিকার সংস্থার প্রতিবেদন বলছে, ২০১০ সাল হতে এখন পর্যন্ত ১ হাজার ২৭৬ জন বাংলাদেশি নাগরিককে বিএসএফের গুলিতে জীবন দিতে হয়েছে। গুলিতে ১ হাজার ১৮৩ জন আহত হয়েছে। এই প্রতিবাদ কর্মসূচিতে আমরা চারজন নই। সারা বাংলাদেশের ১৭ কোটি জনগণ এই প্রতিবাদ করছে। আমরা কেবল প্রতীকী লাশ নিয়ে প্রতিবাদ করছি।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা