× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

উপজেলা নিবার্চন : বগুড়া

সিগন্যাল পেলেও ভোট করতে পারবে না বিএনপি!

বগুড়া অফিস

প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৪ ১০:৩২ এএম

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৪ ১১:৩০ এএম

(ঘড়ির কাঁটার বাম থেকে ডানে) আবু সুফিয়ান সফিক, আনোয়ার হোসেন রানা, আল হাসিবুল হাসান, ফিরোজ আহমেদ রিজু, মিনহাদুজ্জামান লীটন, সিরাজুল ইসলাম খান।

(ঘড়ির কাঁটার বাম থেকে ডানে) আবু সুফিয়ান সফিক, আনোয়ার হোসেন রানা, আল হাসিবুল হাসান, ফিরোজ আহমেদ রিজু, মিনহাদুজ্জামান লীটন, সিরাজুল ইসলাম খান।

উপজেলা পরিষদ নির্বাচনের তারিখ ঘোষণার পর থেকেই বগুড়ায় শুরু হয়েছে নির্বাচনী হাওয়া। সম্ভাব্য প্রার্থীদের প্রচারণা বেড়েছে চোখে পড়ার মতো। দোয়া ও সমর্থন চেয়ে এরই মধ্যে তারা টানাচ্ছেন নানা ব্যানার পোস্টার। সবচেয়ে বেশি সরব থাকতে দেখা যাচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যমে। বিভিন্ন পোস্ট আর ভিডিওর মাধ্যমে ভোটারদের কাছে তুলে ধরছেন নানা পরিকল্পনা। দিচ্ছেন একাধিক প্রতিশ্রুতিও।

মাঠে প্রচারণায় থাকা এসব সম্ভাব্য প্রার্থীর মধ্যে প্রায় সবাই সরকারদলীয় নেতা। অন্যদিকে কেন্দ্রীয় কোনো সিদ্ধান্ত না থাকায় এখনও নির্বাচনে অংশগ্রহণ নিয়ে দোটানায় থাকতে দেখা গেছে বিএনপি নেতাদের। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক নেতা জানিয়েছেন, দলের পক্ষ থেকে নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে সবুজ সংকেত দেওয়া হলেও তাদের পক্ষে ভোটে অংশগ্রহণ সম্ভব হবে না। কারণ নির্বাচনে যারা প্রতিদ্বন্দ্বিতা করার মতো সামর্থ্য রাখেন তাদের প্রত্যেকের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। একই ধরনের ভাবনার কথা জানান বিএনপির সমমনা দলগুলোর নেতারাও।

বগুড়া শহর বিএনপির সভাপতি হামিদুল হক চৌধুরী হিরু বলেন, উপজেলা নির্বাচনে অংশগ্রহণের ব্যাপারে দলের সিদ্ধান্ত প্রয়োজন। এখন পর্যন্ত এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত পাওয়া যায়নি। সে কারণে আমাদের নেতাকর্মীরা নীরব রয়েছেন।

জানা যায়, বগুড়ার ১২টি উপজেলায় চারটি ধাপে নির্বাচন অনুষ্ঠিত হবে। ৪ মে প্রথম ধাপে সারিয়াকান্দি, সোনাতলা ও গাবতলী, ১১ মে দুপচাঁচিয়া, আদমদীঘি ও কাহালু, ১৮ মে শাজাহানপুর, সদর ও শিবগঞ্জ এবং শেষ ধাপে অপর তিন উপজেলা নন্দীগ্রাম, শেরপুর ও ধুনট উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

সারিয়াকান্দিতে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে মাঠে সরব রয়েছেন বর্তমান চেয়ারম্যান আওয়ামী লীগের উপজেলা কমিটির সভাপতি রেজাউল করিম মুন্টু, যুবলীগ সভাপতি আইয়ুব আলী তরফদার, সাধারণ সম্পাদক আছির আহম্মেদ ও কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আতাউর রহমান মিন্টু। পাশের সোনাতলা উপজেলায়ও বর্তমান চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিনহাদুজ্জামান লিটন, ভাইস চেয়ারম্যান জাকির হোসেন এবং স্বেচ্ছাসেবক লীগের বগুড়া জেলা কমিটির সাধারণ সম্পাদক জুলফিকার রহমান শান্ত প্রচারণা চালাচ্ছেন। 

অন্যদিকে গাবতলী উপজেলায় ভোটের মাঠে নেমেছেন বর্তমান চেয়ারম্যান বগুড়া শহর আওয়ামী লীগের সভাপতি রফি নেওয়াজ খান। এ ছাড়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি আব্দুস সামাদ ভুলন এবং আতাউর রহমান রানু নামে সাবেক এক সেনা সদস্যের নামও সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছে।

সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নের প্রত্যাশায় উপজেলা চেয়ারম্যান থেকে পদত্যাগ করা সিরাজুল ইসলাম খান রাজু, তার স্ত্রী মহিলা আওয়ামী লীগের সভানেত্রী মিসেস মঞ্জুয়ারা বেগম, আওয়ামী লীগ নেতা মোজাহার হোসেন পিন্টু, জিল্লুর রহমান, আবু রেজা খান এবং সান্তাহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাহিদ সুলতানা তৃপ্তি প্রচারণা চালাচ্ছেন আদমদীঘিতে।

পাশের দুপচাঁচিয়া উপজেলায় বর্তমান চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ফজলুল হক ও সাবেক সভাপতি মিজানুর রহমান খান সেলিম মাঠে নেমেছেন। ওই উপজেলায় জামায়াত সমর্থক হিসেবে গুণাহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূর মোহাম্মদ আবু তাহের নির্বাচনে অংশ নিতে পারেন বলে আলোচনা রয়েছে। 

কাহালু উপজেলায় বর্তমান চেয়ারম্যান আল হাসিবুল হাসান সুরুজের পাশাপাশি ২০১৯ সালে মনোনয়ন পাওয়া দলটির উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, জেলা আওয়ামী লীগের সদস্য আহসানুল হক এবং সাবেক পাবলিক প্রসিকিউটর (পিপি) হেলালুর রহমান ভোটে নামার ঘোষণা দিয়েছেন। এখানে বিএনপি নেতাকর্মীদের কোনো তৎপরতা চোখে না পড়লেও জামায়াত নেতা সাবেক উপজেলা চেয়ারম্যান তায়েব আলীকে নিয়ে আলোচনা রয়েছে। দলের সিগন্যাল পেলে তিনি আবারও প্রার্থী হতে পারেন।

তৃতীয় ধাপে অনুষ্ঠিত হতে যাওয়া শাহাজানপুর উপজেলায় চেয়ারম্যান পদে যাদের প্রচারণা সবচেয়ে বেশি দৃষ্টি কাড়ছে তারা হলেনÑ বর্তমান চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা সোহরাব হোসেন ছান্নু, জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুর রহমান দুলু, জাহিদুল হক আরজু, জেলা স্বেছাসেবক লীগের সভাপতি সাজেদুর রহমান সাহিন এবং উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান যুবলীগ নেতা সুলতান আহমেদ। 

বগুড়া সদর উপজেলায় বর্তমান চেয়ারম্যান আবু সুফিয়ান শফিকের পাশাপাশি আওয়ামী লীগ নেতা সুলতান মাহমুদ খান রনি এবং জেলা যুবলীগের সভাপতি শুভাশীষ পোদ্দার লিটনের নাম শোনা যাচ্ছে। তাদের মধ্যে সুলতান মাহমুদ খান রনির পক্ষে শহরজুড়ে ব্যানার-ফেস্টুন ঝুলানো হয়েছে। অন্যদিকে জেলার শিবগঞ্জে চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তার নামই শোনা যাচ্ছে। এ ছাড়া বর্তমান চেয়ারম্যান নির্দলীয় ব্যক্তি হিসেবে ফিরোজ আহম্মেদ খান রিজু আবারও প্রার্থী হবেন।

শেষ ধাপে তিনটি উপজেলার মধ্যে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দুই নেতার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার কথা শোনা যাচ্ছে নন্দীগ্রামে। তারা হলেনÑ বর্তমান চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্না এবং নন্দীগ্রাম উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রানা। শেরপুরে প্রচারণা চালাচ্ছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, সহসভাপতি শাহ জামাল সিরাজী এবং উপজেলা যুবলীগের সভাপতি তারিকুল ইসলাম তারিক। পাশের ধুনটে বর্তমান চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হাই খোকন এবং দলটির একই কমিটির সভাপতি টিআই নুরুন্নবী তারিকের পাশাপাশি শরীফুল ইসলাম খান শরীফ নামে অপর এক নেতার পক্ষে প্রচার-প্রচারণা শুরু হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা