× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মেয়ের বর আনতে হেলিকপ্টার পাঠালেন শ্বশুর

শিবচর (মাদারীপুর) প্রতিবেদক

প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৪ ০০:৩৩ এএম

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৪ ১১:১১ এএম

শিবচরে মেয়ের বরকে আনতে বরের বাড়ি হেলিকপ্টার পাঠান ইতালিপ্রবাসী শ্বশুর। প্রবা ফটো

শিবচরে মেয়ের বরকে আনতে বরের বাড়ি হেলিকপ্টার পাঠান ইতালিপ্রবাসী শ্বশুর। প্রবা ফটো

মাদারীপুরের শিবচরে মেয়ের বরকে আনতে হেলিকপ্টার পাঠালেন ইতালিপ্রবাসী শ্বশুর। শ্বশুরের ইচ্ছেপূরণে বিয়ে শেষে হেলিকপ্টারে নববধূকে বাড়ি নিয়ে যান জাপানপ্রবাসী ওই যুবক। প্রত্যন্ত এলাকার এ বিয়ে ঘিরে ছিল উৎসবমুখর পরিবেশ।

শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) উপজেলার বাঁশকান্দি ইউনিয়নের বাঁশকান্দি গ্রামে ছেলের বাড়িতে হেলিকপ্টার পাঠান বরের শ্বশুর একই ইউনিয়নের সানকিরচর গ্রামের ইতালিপ্রবাসী নাজিমউদ্দিন নাদিম বেপারী।

জানা গেছে, সানকিরচর গ্রামের নাদিম বেপারী দীর্ঘদিন ধরে ইতালি বসবাস করেন। তিনি ইতালির নেপোলি আওয়ামী লীগের সভাপতি। একমাত্র মেয়ে সাইদ শিরিনসহ পরিবারের সদস্যরাও প্রায় ২৪ বছর ধরে ইতালি থাকেন। নাদিম মেয়ের বিয়ে ঠিক করেন একই ইউনিয়নের বাঁশকান্দি গ্রামের ব্যবসায়ী দেলোয়ার মুন্সির ছেলে জাপানপ্রবাসী সাবেক ছাত্রলীগ নেতা নুরুজ্জামান মুন্সির সঙ্গে। উভয় পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী শুক্রবার নুরুজ্জামান ও সাইদ শিরিনের বিয়ের দিন ধার্য করা হয়। তবে নাদিম বেপারীর ইচ্ছে আদরের মেয়ের বরকে হেলিকপ্টারে করে নিজ বাড়িতে আনবেন এবং মেয়েকে হেলিকপ্টারে চড়িয়েই শ্বশুরবাড়ি পাঠাবেন। তাই শুক্রবার সকালে মেয়ের বরকে আনতে হেলিকপ্টার ভাড়া করে বরের বাড়ি পাঠান। হেলিকপ্টার বর নিয়ে দুপুরে নাদিম বেপারীর বাড়ি আসে। সেখানে বিয়ের আনুষ্ঠানিকতা শেষে বর নুরুজ্জামান মুন্সি নববধূ সাইদ শিরিনকে নিয়ে হেলিকপ্টারে নিজ বাড়ি ফিরে যান। এ সময় বিয়ের নিমন্ত্রণে আসা অতিথিসহ শত শত মানুষ ভিড় জমায় নাদিম বেপারীর বাড়ি। প্রায় ৫ হাজার মানুষের ভোজের আয়োজন ছিল বিয়েতে।

কনের বাবা নাজিমউদ্দিন নাদিম বেপারী বলেন, ‘আমার মেয়ের জন্মের পরই আমি ইচ্ছে করেছিলাম মেয়ের বিয়েতে জামাইকে হেলিকপ্টারে বাড়ি আনব এবং মেয়েকে হেলিকপ্টারে চড়িয়েই শ্বশুরবাড়ি পাঠাব। আজ সে স্বপ্ন পূরণ হওয়ায় আমি খুব খুশি। এলাকার সব মানুষকে নিয়ে আজ এ আনন্দ ভাগাভাগি করে নিতে পেরে খুব ভালো লাগছে।’

বিয়ের অতিথি অভিনেতা সিদ্দিকুর রহমান বলেন, ‘আমি আমার বন্ধুর মেয়ের বিয়ে অনুষ্ঠানে এসেছি। বিয়ে হচ্ছে আনন্দের বিষয়। বরপক্ষ হেলিকপ্টারে চড়ে আসবে, কনে হেলিকপ্টারে চড়ে শ্বশুরবাড়ি যাবে এটা একটা অন্যরকম আনন্দ। আজ উৎসুক মানুষ যেমন হেলিকপ্টার দেখতে এসেছে আমি কামনা করব এ দম্পতির সুখীজীবন দেখতে দীর্ঘদিন পরও যেন মানুষ আসতে পারে।’

বর নুরুজ্জামান মুন্সি বলেন, ‘অবশ্যই আজ খুব আনন্দের একটি দিন। আর আমার এ শিবচর উপজেলা বাংলাদেশের মধ্যে একটি স্মার্ট উপজেলা। এমন আয়োজনের মাধ্যমে এ স্মার্ট উপজেলার আবারও বহিঃপ্রকাশ ঘটল বলে মনে করি।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা