× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মৌলভীবাজারে ১৬ ঘণ্টার ব্যবধানে দুই খুন

মৌলভীবাজার প্রতিবেদক

প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৪ ১৯:২৯ পিএম

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৪ ১৯:৫৯ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

মৌলভীবাজারের রাজনগর উপজেলায় ১৬ ঘণ্টার ব্যবধানে দুজনকে হত্যা করা হয়েছে। পারিবারিক কলহ ও পাওনা টাকাকে কেন্দ্র করে সোমবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে উত্তরভাগ ইউনিয়নের হায়পুর গ্রামে ও আগের দিন রাত সাড়ে ৯টায় রাজনগর উপজেলার মুন্সিবাজারে তাদের হত্যা করা হয়।  

মৃতরা হলেন- ফেঞ্চুগঞ্জ উপজেলা ট্রাক-পিকআপ শ্রমিক উপকমিটির সদস্য হোসেন মিয়া ও সিএনজি অটোরিকশাচালক সোয়াব আলী। তারা রাজনগর উপজেলার বাসিন্দা। 

রাজনগর থানার পরিদর্শক (তদন্ত) মির্জা মাজহারুল আনোয়ার এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘ইউনিয়নের হায়পুর গ্রামে ছোট ভাই মুকিত মিয়ার কুড়ালের আঘাতে বড় ভাই হোসেন মিয়া গুরুতর আহত হন। পরে এলাকাবাসী তাকে প্রথমে রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে তিনি মৃত্যুবরণ করেন। ঘটনার পর নিহতের পরিবারের পক্ষ থেকে পুলিশকে কোনো কিছুই জানানো হয়নি। লোকমুখে শুনে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে। নিহতের মরদেহ সিলেটে রয়েছে। সেখানে ময়নাতদন্ত সম্পন্ন হবে। অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম মাঠে তৎপরতা শুরু করেছে।’ 

অপর ঘটনার বর্ণনায় তিনি বলেন, ‘কিছু দিন আগে সোয়াব আলী আর্থিক সংকটের কারণে সোনাটিকি গ্রামের কাছিম ও কুহিনুরের কাছ থেকে কিছু টাকা ঋণ নেন। লাইলাতুল বরাতের রাতে বিষয়টি নিয়ে উত্তর মুন্সিবাজারে তাদের সঙ্গে সোয়াবের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে কাছিম ও কুহিনুরের নেতৃত্বে ৮-১০ জন মিলে সোয়াবের ওপর হামলা চালায় এবং ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে এলাকাবাসী গুরুতর অবস্থায় তাকে প্রথমে রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে অবস্থার অবনতি হলে তাকে মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট সদর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

পরিদর্শক (তদন্ত) মির্জা মাজহারুল আরও বলেন, ‘সোয়াব আলী হত্যার ঘটনায় পুলিশ এলাকায় অভিযান চালিয়ে কাছিম ও কুহিনুর নামের দুজনকে গ্রেপ্তার করেছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা