× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘নারীদের চলার পথ মসৃণ করার দায়িত্ব সবাইকে নিতে’

প্রবা প্রতিবেদক, বরিশাল

প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৪ ২১:৩৮ পিএম

বরিশাল বিভাগীয় পর্যায়ের নির্বাচিত শ্রেষ্ঠ জয়িতাদের সম্মাননা প্রদান। মঙ্গলবার বরিশাল জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে। প্রবা ফটো

বরিশাল বিভাগীয় পর্যায়ের নির্বাচিত শ্রেষ্ঠ জয়িতাদের সম্মাননা প্রদান। মঙ্গলবার বরিশাল জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে। প্রবা ফটো

নারীদের এগিয়ে চলার পথে পুরুষদেরও সহযোগী হতে হবে মনে করেন মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক কেয়া খান।

তিনি বলেন, নারী উন্নয়ন কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। নারীদের সব প্রতিকূলতা দূর করে তাদের চলার পথ মসৃণ করার দায়িত্ব নিতে হবে সবাইকে।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) বরিশাল বিভাগীয় পর্যায়ের নির্বাচিত শ্রেষ্ঠ জয়িতাদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বরিশাল জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার মো. শওকত আলী।

কেয়া খান বলেন, জয়িতাদের সম্মাননা প্রদান অনুষ্ঠান শুধু নারীদের জন্যই অনুপ্রেরণামূলক নয়। একইসঙ্গে পুরুষদের জন্যও সচেতনতামূলক।

এবার বরিশাল বিভাগ থেকে ‘শিক্ষা ও চাকুরির ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী’ ক্যাটাগরিতে বরিশালের শিক্ষাবিদ প্রফেসর শাহ সাজেদা, ‘অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী’ ক্যাটাগরিতে নাজমুন নাহার রীনা, ‘সফল জননী নারী’ ক্যাটাগরিতে বরগুনার বিলকিস বেগম, ‘নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু ক্যাটাগরিতে বরগুনার জাহানারা বেগম এবং ‘সমাজ উন্নয়নে অবদান ক্যাটাগরিতে ঝালকাঠির ছালমা বেগম ‘শ্রেষ্ঠ জয়িতা’ হিসেবে সম্মাননা পেয়েছেন। 

তারা আগামী ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবসে জাতীয় পর্যায়ের অনুষ্ঠানে শ্রেষ্ঠ জয়িতা সম্মাননা প্রাপ্তির মঞ্চে বরিশাল বিভাগের প্রতিনিধিত্ব করবেন।

অনুষ্টানে আরও উপস্থিত ছিলেন বরিশাল রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ শহিদুল্লাহ, ‘জয়িতা অন্বেষণে বাংলাদেশ’ কর্মসূচির পরিচালক (যুগ্ম সচিব) সালেহা বিনতে সিরাজ এবং বরিশাল জেলা প্রশাসক শহিদুল ইসলাম প্রমুখ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা