× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কুমিল্লায় যুবলীগ নেতা হত্যার দায়ে ১০ জনের মৃত্যুদণ্ড

কুমিল্লা প্রতিবেদক

প্রকাশ : ২৯ ফেব্রুয়ারি ২০২৪ ১৯:০৯ পিএম

আপডেট : ২৯ ফেব্রুয়ারি ২০২৪ ১৯:৪২ পিএম

কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালত। প্রবা ফটো

কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালত। প্রবা ফটো

কুমিল্লার মনোহরগঞ্জে পূর্বশত্রুতার জেরে যুবলীগ নেতা জাহাঙ্গীর হোসেনকে হত্যার দায়ে ১০ জনকে মৃত্যুদণ্ড ও আটজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) দুপুরে কুমিল্লার জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনাল বিশেষ দায়রা জজ আদালতের বিচারক বেগম মোছা. মরিয়ম মুন মুঞ্জুরী এ রায় দেন। রায় ঘোষণার সময় যাবজ্জীবন সাজা পাওয়া আটজন আদালতে উপস্থিত ছিলেন। 

মৃত্যুদণ্ড পাওয়া ১০ জন হলেনকুমিল্লার মনোহরগঞ্জের দক্ষিণ বাতাবাড়িয়া গ্রামের তিন ভাই মো. রিয়াদ হোসেন, মীর হোসেন, আনোয়ার হোসেন; একই এলাকার দুই ভাই মো. ইউসুফ ও মো. ইসমাইল হোসেন। বাকিরা হলেনমো. রাশেদ, মো. মিসু, মো. রাজন, মানিক মিয়া ও মো. মিজানুর রহমান।

যাবজ্জীবন সাজা পাওয়া আট আসামি হলেনমনোহরগঞ্জের দক্ষিণ বাতাবাড়িয়া গ্রামের মো. নোমান, সালাহ উদ্দিন, আবুল কাশেম পিচ্চি কাশেম, মো. শহীদউল্লা মেম্বার, মো. সালেহ আহম্মদ, মো. সোহাগ, মো. স্বপন ও মো. টিপু।

রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. মোবারক হোসেন প্রতিদিনের বাংলাদেশকে এসব তথ্য নিশ্চিত করেছেন। 

মামলার নথির বরাতে তিনি জানান, ২০১৬ সালের ১৩ মে পূর্বশত্রুতার জেরে পরিকল্পিতভাবে বাতাবাড়িয়ার যুবলীগ নেতা জাহাঙ্গীর আলমের বাড়িতে হামলা চালায় আসামিরা। এ সময় তারা চাপাতি, চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে জাহাঙ্গীরকে হত্যা করে। এ ঘটনায় নিহত জাহাঙ্গীর আলমের ভাই মো. আলমগীর হোসেন ২০ জনকে আসামি করে মনোহরগঞ্জ থানায় হত্যা মামলা করেন।

আইনজীবী বলেন, ‘মামলার তদন্ত কর্মকর্তা মনোহরগঞ্জ থানার এসআই মো. নাছির উদ্দিন আসামিদের বিরুদ্ধে ২০১৭ সালের ৮ জুন তদন্ত প্রতিবেদন আদালতে জমা দেন। ২০১৯ সালের ১৩ অক্টোবর মামলাটির চার্জ গঠন করা হয়। ১২ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আসামিদের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণ হওয়ায় আজ আদালত এ রায় দেন।’ 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা