× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গোপালগঞ্জে সেবাশ্রম থেকে পুরোহিতের হাত-পা বাঁধা লাশ উদ্ধার

গোপালগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ০৩ মার্চ ২০২৪ ১৬:৪৪ পিএম

আপডেট : ০৩ মার্চ ২০২৪ ১৬:৫১ পিএম

গোপালগঞ্জের সদর উপজেলার মালিবাতা গ্রামের মালিবাতা বিশ্ববন্ধু সেবাশ্রম থেকে তোলা। প্রবা ফটো

গোপালগঞ্জের সদর উপজেলার মালিবাতা গ্রামের মালিবাতা বিশ্ববন্ধু সেবাশ্রম থেকে তোলা। প্রবা ফটো

গোপালগঞ্জের সদর উপজেলার মালিবাতা গ্রামের মালিবাতা বিশ্ববন্ধু সেবাশ্রমের পুরোহিতের মরদেহ উদ্ধার করা হয়েছে। রবিবার (৩ মার্চ) সকালে হাত-পা বাঁধা অবস্থায় মন্দিরের সেবাশ্রম থেকে পুরোহিত হাসিলতা বিশ্বাসের মরদেহ উদ্ধার করে পুলিশ। এসময় তার মুখে কাপড় গুঁজানো ছিল।

পুলিশের প্রাথমিক ধারণা, শনিবার রাতে কোনো এক সময় মন্দিরের ভেতরে শ্বাসরোধ করে তাকে হত্যা করে দুর্বৃত্তরা। হত্যার পর তার স্বর্ণালংকার, মন্দিরের প্রণামির টাকাসহ মূল্যবান জিনিসপত্র লুট করা হয়েছে।

উপজেলার নিজড়া ইউনিয়নের নিজড়া গ্রামের দোয়ানী পাড়ার মৃত বিপিন বিশ্বাসের স্ত্রী ৭০ বছরের হাসিলতা বিশ্বাস।

খবর পেয়ে আজ গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মাহবুবুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. খায়রুল আলম, গোপালগঞ্জ সদর থানার ওসি মোহাম্মদ আনিচুর রহমানসহ পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে।

মালিবাতা বিশ্ববন্ধু সেবাশ্রমের সেক্রেটারি গৌতম পান্ডে বলেন, ‘প্রায় আড়াই বছর ধরে বিশ্ববন্ধু সেবাশ্রমের পুরোহিতের  দায়িত্ব পালন করে আসছিলেন হাসিলতা। তিনি সেবাশ্রমের মন্দিরের উত্তর পাশের একটি কক্ষে একাই থাকতেন। শনিবার রাতের যেকোনো সময় সেবাশ্রমের মন্দিরের গেটের তালা ভেঙে দুর্বৃত্তরা ভিতরে ঢুকে হাসিলতাকে হত্যা করে মন্দিরের পূর্বপাশের বারান্দার মেঝোতে ফেলে রেখে যায়।’

তিনি আরও বলেন, ‘মন্দিরের আলমারি ও প্রণামির বাক্স ভেঙে কিছু নগদ টাকা ও মূল্যবান কাগজপত্র লুট করে নেওয়া হয়েছে। পুরোহিতের একটি সোনার চেইন, কানের দুলও নেওয়া হয়েছে।’

মন্দিদের পূজারী চন্দ্রা রানী পান্ডে বলেন, প্রতিদিনের ন্যায় আজ সকালেও মন্দিরে প্রণাম করতে যান তিনি। গিয়ে দেখেন মন্দিরের তালা ভাঙা। এসময় হাসিলতাকে দেখতে না পেয়ে ডাকাডাকি করেন। সাড়া না পেয়ে লোকজনকে ডেকে মন্দিরে ঢুকে হাত-পা বাঁধা ও মুখে কাপড় ঢোকানো অবস্থায় হাসির লাশ পড়ে থাকতে দেখেন। পরে মন্দিরের পূর্ব পাশে তার পায়ের স্যান্ডেল ও গলার তুলসী মালার ছেড়া অংশ বিশেষ দেখতে পান।

মন্দিরের সাবেক সেক্রেটারী উজ্জ্বল পান্ডে দাবি করেন, ‘এলাকার কিছু বখাটে ও মাদকাসক্ত এসে এই মন্দিরে হাসিলতার সঙ্গে অসদাচরণ করত। তারা মাঝে মধ্যে মন্দিরের আশেপাশে বসে মাদক সেবন ও হইহুল্লা করত। পুরোহিত হাসিলতা অতিষ্ঠ হয়ে দুই মাস আগে আমাদের কাছে এ বিষয়টি জানান।’

এ ঘটনার বিচার চেয়ে বিশ্ববন্ধু সেবাশ্রমের সহ-সভাপতি শিপন বিশ্বাস সুশীল বলেন, ‘এভাবে পুরোহিতকে হত্যা খুবই দুঃখজনক ঘটনা। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।’

জানতে চাইলে গোপালগঞ্জ সদর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনিচুর রহমান বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- হাসিলতাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। ইতোমধ্যে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।’

তিনি আরও বলেন, ‘ফরিদপুর থেকে তিন সদস্যের সিআইডির ক্রাইম সিনের একটি টিম ঘটনাস্থলে দুপুর ১টায় পৌঁছে বিভিন্ন আলামত সংগ্রহ শুরু করেছে।’

এ ঘটনায় এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি জানিয়ে ওসি বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। জড়িতদের আটকে অভিযান চলছে।

তিনি আশাবাদী, শিগগির হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা