× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

টাঙ্গাইলে অটোরিকশা বন্ধ রেখে শ্রমিকদের কর্মবিরতি

টাঙ্গাইল প্রতিবেদক

প্রকাশ : ০৩ মার্চ ২০২৪ ১৯:৫৬ পিএম

আপডেট : ০৩ মার্চ ২০২৪ ২০:৩৫ পিএম

টাঙ্গাইলে অটোরিকশা বন্ধ রেখে শ্রমিকদের কর্মবিরতি

টাঙ্গাইলে ব্যাটারিচালিত অটোরিকশার ভাড়াবৃদ্ধির দাবিতে শ্রমিকরা মানববন্ধন ও বিক্ষোভ-মিছিল করেছেন।

রবিবার (৩ মার্চ) টাঙ্গাইল প্রেস ক্লাবের সামনে দিনব্যাপী জেলা অটোরিকশা, ট্যাক্সি ও অটোটেম্পু শ্রমিক ইউনিয়নের উদ্যোগে শ্রমিকরা অটোরিকশা বন্ধ রেখে কর্মবিরতি পালন করেন। এতে চরম ভোগান্তির শিকার হয়েছে এসএসসি পরীক্ষার্থীসহ সাধারণ যাত্রীরা। 

দিনভর শহরের নতুন বাসস্ট্যান্ড, নিরালা মোড়, পুরাতন বাসস্ট্যান্ড, ডিস্ট্রিক আদালত চত্বর, বটতলা মোড় ও শান্তিকুঞ্জ মোড়ে কোনো অটোরিকশা চলতে দেখা যায়নি। এতে সিএনজিচালিত অটোরিকশায় যাত্রীরা চলাচল করে। এ সুযোগে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নেওয়া হয়েছে। অনেকে আবার হেঁটেই গন্তব্যে গেছে।

সাব্বির মিয়া নামের এক পরীক্ষার্থী বলে, ‘অটোরিকশা শ্রমিকদের এ আন্দোলন ও দাবি অযৌক্তিক। তারা গাড়ি বন্ধ রেখে সাধারণ মানুষকে হয়রানি করছে। আমরা অটোরিকশা না পেয়ে পায়ে হেঁটে পরীক্ষার কেন্দ্রে যাচ্ছি।’ 

আল মুতাকাব্বির সামি বলে, ‘বর্তমানে যে ভাড়া আছে সেটি স্বাভাবিক। কিন্তু এরচেয়ে বেশি ভাড়া হলে সেটা সাধারণ মানুষের ওপর বোঝা হয়ে যাবে। তাদের এ দাবি এক প্রকার জিম্মি করার মতো। আমরা এ দাবি মানব না।’ 

জেলা অটোরিকশা, ট্যাক্সি ও অটোটেম্পু শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন উল্লাস বলেন, ‘শ্রমিকরা সারা দিনে যে ভাড়া পায়, তা দিয়ে তাদের সংসার চলে না। সবকিছুর দাম বৃদ্ধি। তাই আমরা আন্দোলন করছি। জেলায় চার হাজারের বেশি অটোরিকশা শ্রমিক রয়েছেন।’ 

সংগঠনটির সভাপতি আব্দুল লতিফ বলেন, ‘ভাড়াবৃদ্ধির দাবিতে শ্রমিকরা রাস্তায় নেমেছেন। ইতঃপূর্বে ভাড়াবৃদ্ধির দাবি নিয়ে আমরা জেলা প্রশাসক ও টাঙ্গাইল পৌরসভার মেয়রকে জানিয়েছি। এর সমাধান না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।’ 

টাঙ্গাইল পৌরসভার মেয়র এসএম সিরাজুল হক আলমগীর বলেন, ‘শ্রমিকরা ভাড়াবৃদ্ধির দাবি নিয়ে পৌরসভায় এসেছিলেন। আমি সাধারণ মানুষের ভোগান্তির কথা শুনে দ্রুত আন্দোলন প্রত্যাহার করে অটোরিকশা চালু করতে বলেছি। ভাড়াবৃদ্ধির বিষয়টি প্রশাসনসহ সব পেশার মানুষের মতামত নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা