× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সরিষাবাড়ীতে কুকুরের কামড়ে অন্তত ১৫ জন আহত

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিবেদক

প্রকাশ : ০৩ মার্চ ২০২৪ ২২:১৩ পিএম

আপডেট : ০৫ মার্চ ২০২৪ ১২:৪৪ পিএম

প্রবা ফটো

প্রবা ফটো

জামালপুরের সরিষাবাড়ীতে কুকুরের কামড়ে বয়স্ক ও শিশুসহ অন্তত ১৫ জন আহত হয়েছে। রবিবার (৩ মার্চ) উপজেলার পৌরসভার শিমলাপল্লী, ধানাটা, চকহাটবাড়ী , তারিয়াপাড়া ও মহাদান ইউনিয়নের খাগুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- উপজেলার পৌরসভার তারিয়াপাড়া গ্রামের লিটন মিয়ার স্ত্রী রিতা, আ. কুদ্দুস মিয়ার ছেলে কালুমিয়া, শিমলাপল্লী গ্রামের পবন সরকারের মেয়ে পল্লবী, ধানাটা গ্রামের মজনু মিয়ার ছেলে রবিউল ইসলাম, রফিকুল ইসলামের ছেলে রিয়াদ ইসলাম, শিমলা বাজার আল আমিনের ছেলে তামিম, চক হাটবাড়ি গ্রামের মৃত শামসুল হকের স্ত্রী মাসুমা বেগম, মহাদান ইউনিয়নের খাগুরিয়া শাহীন মিয়ার মেয়ে সাদিয়া, নূরুল ইসলাম মন্ডলের ছেলে ইসমাইল হোসেন, ভাটারা ইউনিয়নের মৃত জুয়াদ আলীর মেয়ে জমিলা।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (আরএমও) ডা রবিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, ‘হঠাৎ করে বিকালে দুজন রোগী আসেন এবং বলে পাগলা কুকুরে কামড় দিয়েছে। ওই দুইজনকে চিকিৎসা দেওয়ার পর আরও করে রোগী আসতে থাকে। এর মধ্যে কেউ গুরুতর আহত হননি। তবে সবার পায়ে কুকুরের কামড় দাগ আছে। তাই সবাইকে এন্টি রেবিস আরআইজি ভ্যাকসিন দেওয়া হয়েছে। কিছু মানুষকে আমরা হাসপাতাল থেকে ভ্যকসিন দিয়ে কাভার করতে পেরেছি। বাকিরা বাইরে থেকে কিনে এনে দিয়েছেন। 

তিনি আরও বলেন, ‘আমার মনে হয় পৌরসভা কর্তৃপক্ষ পাগলা কুকুরগুলোকে ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা করা উচিত। 

এ রিপোর্ট লেখার আগ মুহূর্ত পর্যন্ত কুকুরের কামড়ে আহত আরর রোগি হাসপাতালে ভর্তি হয়েছেন।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা