× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রাতের আঁধারে ধানক্ষেত হলো যুবলীগ নেতার পুকুর

আব্দুর রহমান মিল্টন, ঝিনাইদহ

প্রকাশ : ০৫ মার্চ ২০২৪ ০০:১৭ এএম

আপডেট : ০৫ মার্চ ২০২৪ ১১:০৯ এএম

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ধলহরাচন্দ্র ইউনিয়নের চরডাউটিয়া গ্রামে দুই কৃষকের ধানক্ষেত ভেকু মেশিন দিয়ে কেটে পুকুর বানিয়ে দখল করলেন যুবলীগ নেতা তুষার খান। প্রবা ফটো

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ধলহরাচন্দ্র ইউনিয়নের চরডাউটিয়া গ্রামে দুই কৃষকের ধানক্ষেত ভেকু মেশিন দিয়ে কেটে পুকুর বানিয়ে দখল করলেন যুবলীগ নেতা তুষার খান। প্রবা ফটো

দুই কৃষকের ধানক্ষেত এক রাতেই ভেকু মেশিন দিয়ে কেটে নিজের দখলে নিয়ে পুকুর বানালেন যুবলীগ নেতা। ভোরে কৃষকের বাড়ি গিয়ে ওই নেতা বলেছেন, ‘কিছু ক্ষতি হয়েছে আপনাদের, দুই মণ ধান দিয়ে দেব।’ চোখের পলকে এভাবে নিজেদের ফসলি জমি হারিয়ে যেতে দেখে পাগলপ্রায় দুই কৃষক। পুলিশের কাছে দিয়েছেন অভিযোগ, তবে মেলেনি সমাধান।

শনিবার (২ মার্চ) রাতে ঝিনাইদহের শৈলকুপার ধলহরাচন্দ্র ইউনিয়নের চরডাউটিয়া গ্রামে এ ঘটনা ঘটে। কৃষক গিরীনচন্দ্র মণ্ডলের ১৬ শতক ও রমজান জোয়ার্দ্দারের ৮ শতক ধানের জমি এখন হয়ে গেছে যুবলীগ নেতার পুকুর। সারা রাত ধরে ভেকু মেশিন দিয়ে পুকুর তৈরির মূল হোতা শৈলকুপা উপজেলার ৮ নম্বর ধলহরাচন্দ্র ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক তুষার খান।

সরেজমিনে গিয়ে দেখা যায়, চরডাউটিয়া গ্রামের কৃষক গিরীনচন্দ্র মণ্ডল বাড়ির পাশে তার নিজস্ব ১৮ শতক জমিতে এবার ধান লাগিয়েছেন। জমির পাশে অন্য কৃষক রমজান জোয়ার্দ্দার ১৮ শতক জমিতে ধান লাগিয়েছেন। এর পাশেই রয়েছে যুবলীগ নেতা তুষার খানের একটি মজা পুকুর। পুকুরটির বেশিরভাগ অংশই অন্য কৃষকের থেকে লিজ নেওয়া।

গিরীনচন্দ্র মণ্ডল জানান, শনিবার রাত ১২টা থেকে রবিবার ভোর পর্যন্ত ভেকু মেশিন দিয়ে তার ১৮ শতক জমির ২ শতক বাদে পুরো জমির সম্পূর্ণ ধান কেটে দিয়ে এক রাতেই নিজের পুকুরের অংশ বানিয়েছেন তুষার খান। এ জমি নেওয়ার জন্য বিভিন্ন সময় হুমকি দিতেন তুষার। পুকুর কাটার ব্যাপারে তার সঙ্গে কোনো কথা বলেননি। তিনি নিজেও ভয়ে সেদিন রাতে কথা বলেননি। গিরীনচন্দ্র বলেন, ‘তুষারের কাছে দুই বছরের জন্য অন্য একটি দাগে ৭০ শতক জমি লিজ দিয়েছি ৫০ হাজার টাকায়। যার এক বছর পার হয়েছে। যে জমির ধানের চারাগাছ কেটে রাতের আঁধারে পুকুর বানিয়েছে সেটি কারও কাছে লিজ দিইনি। ধান আর জমির মাটি কাটায় আমার ১২ লাখ টাকার বেশি ক্ষতি হয়েছে।’

এদিকে চাষি রমজান জোয়ার্দ্দার জানান, তার মাত্র নিজের ১ বিঘা জমি রয়েছে। সেই জমির ১৮ শতকের দাগে ধান লাগানো হয়েছে, তার সেই ক্ষেতের ৮ শতক শনিবার রাতে ভেকু মেশিন দিয়ে কেটে নিজের পুকুরের অংশ বানিয়েছেন তুষার খান। রমজানের স্ত্রী ঝর্ণা খাতুন জানান, ভোরের দিকে তুষার খান তাদের বাড়িতে এসে জানান, ধানের ক্ষেতে কিছু ক্ষতি হয়েছে, এর জন্য দুই মণ ধান দিয়ে দেবেন।

এসব ঘটনায় যুবলীগ নেতা তুষার খান প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘চরডাউটিয়া গ্রামের রাস্তার পাশে আমার একটি পুকুর রয়েছে। সেই পুকুর একটু বড় করে পাড় বেঁধেছি। এ কাজে দুজনের জমির কিছুটা ক্ষতি হয়েছে। ক্ষতিপূরণ হিসেবে ধানের দাম দিয়ে দেব। মাটি কেটে জমি দখল করিনি।’

চরডাউটিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য বকুল হোসেন জানান, জোর করেই রাতের অন্ধকারে ভেকু দিয়ে ধানিজমি জবরদখল করা হয়েছে, যা অন্যায়।

এসব বিষয়ে ধলহরাচন্দ্র ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি মতিয়ার রহমান বলেন, ‘বিভিন্ন সময় সাবেক যুবলীগ নেতা তুষার তার পুকুরের পাশের ওই জমি লিজ নেওয়ার চেষ্টা করেছেন। তবে কৃষকরা রাজি হননি। এ ব্যাপারে সালিশ বৈঠকের মাধ্যমে যার যার জমি তাদের দেওয়া হয়েছে। কিন্তু তুষার রাতের আঁধারে এভাবে জমি দখল করেছে, এ দায়ভার দল নেবে না। কৃষকদের আইনের আশ্রয় নেওয়ার কথা বলা হয়েছে।’

একই কথা বলেন উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি দিনার বিশ্বাস।

এ বিষয়ে শৈলকুপা থানার এসআই নবকুমার জানান, স্থানীয় ইউপি সদস্যসহ তারা ঘটনাস্থলে গিয়েছিলেন, রাতের আঁধারে ভেকু দিয়ে জমিসহ ধান কেটে নিয়ে পুকুর বানানো হয়েছে, এ ব্যাপারে তুষারকে খোঁজা হচ্ছে। তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা