× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

যশোরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাইয়ের মৃত্যু

যশোর প্রতিবেদক

প্রকাশ : ০৫ মার্চ ২০২৪ ১৭:১৮ পিএম

আপডেট : ০৫ মার্চ ২০২৪ ১৮:৫১ পিএম

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

যশোরের চৌগাছা উপজেলায় ছোট ভাইয়ের লাঠির আঘাতে রেজাউল ইসলাম ওরফে সাইমন নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (৪ মার্চ) রাত ৩টার দিকে ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত রেজাউল উপজেলার নারায়ণপুর ইউনিয়নের বড়খানপুর ঢাকাপাড়া গ্রামের আয়তাল হকের ছেলে। রেজাউলের ছোট ভাইয়ের নাম ইসরাফিল ওরফে মনি।

স্থানীয়রা জানান, সোমবার সকাল ৭টায় নিজ বাড়িতে ইসরাফিলের সঙ্গে রেজাউলের কথা কাটাকাটি হয়। একপর্যয়ে ইসরাফিল লাঠি দিয়ে সাইমনকে আঘাত করেন। এ সময়ে সে গুরুতর অসুস্থ হলে তাকে ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। সেখানে সোমবার রাত ৩টার দিকে তার মৃত্যু হয়।

নিহতের স্ত্রী সুমি খাতুন বলেন, ‘সোমবার সকাল ৭টার দিকে গুঁড়িগুঁড়ি বৃষ্টি শুরু হয়। এ সময়ে খোলা জায়গা থেকে রান্নার জন্য জ্বালানি কাঠ বৃষ্টির পানিতে ভেজা থেকে রক্ষায় ঘরে তোলা নিয়ে আমার সঙ্গে শাশুড়ি সালেহা বেগমের মধ্যে ঝগড়া হয়। এ ঘটনাকে কেন্দ্র করে এ সময় আমার স্বামী এবং ইসরাফিলের মাঝে হাতাহাতি শুরু হয়। একপর্যায়ে ইসরাফিল পাশে থাকা লাঠি দিয়ে আমার স্বামীকে মারধর করে। মারধরের ঘটনায় সে অচেতন হয়ে পড়ে। সাথে সাথে স্থানীয় ডাক্তার আব্দুল সালামের কাছে নিয়ে যাওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ রাত ৩টার দিকে তার মৃত্যু হয়।’

নিহতের মা সালেহা বেগম বলেন, ‘সামান্য ঘটনাকে কেন্দ্র করে দুই ভাই এ হাতাহাতি শুরু করে। এতে আমি ও তার বাবা ঠ্যাকাতে গেলে আমাদের ওপর ও রেজাউল চড়াও হয়। এ সময়ে আমার ছোট ছেলে ইসরাফিল তাকে লাঠি দিয়ে আঘাত করলে সে মাটিতে পড়ে যায়। সঙ্গে সঙ্গে আমরা স্থানীয় ডাক্তার আব্দুল সালামকে দিয়ে চিকিৎসা দেই। কিন্তু তার অবস্থার উন্নতি না হওয়ায় তাকে কোটচাঁদপুর হাসপাতালে ভর্তি করি। কিন্তু এমন ঘটনা ঘটবে তা আমরা স্বপ্নেও ভাবিনি।’ এ সময় তাকে আর্তনাদ করতে দেখা যায়।

চৌগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল বাহার চৌধুরী বলেন, ‘ঘটনা শোনার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে নিহতের বাবা আয়তাল হক এবং মা সালেহা বেগমসহ তিনজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় আর কেউ জড়িত আছে কি না? সে বিষয়ে তদন্ত চলছে। প্রাথমিকভাবে জানা গেছে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছোট ভাই ইসরাফিল ওরফে মনি বড় ভাই রেজাউল ওরফে সাইমনকে পিটিয়ে হত্যা করেছে। মৃতদেহ ময়না তদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় এখন পর্যন্ত কেউ মামলা করেনি।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা