× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অর্থমন্ত্রী মাহমুদ আলী নিজ এলাকায় যাচ্ছেন বৃহস্পতিবার

খানসামা (দিনাজপুর) প্রতিবেদক

প্রকাশ : ০৫ মার্চ ২০২৪ ২০:০১ পিএম

আপডেট : ০৫ মার্চ ২০২৪ ২০:৫৪ পিএম

অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। প্রবা ফটো

অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। প্রবা ফটো

অর্থমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর প্রথমবার আগামী বৃহস্পতিবার নিজ নির্বাচনী এলাকা দিনাজপুর-৪ (খানসামা ও চিরিরবন্দর) সফরে যাচ্ছেন আবুল হাসান মাহমুদ আলী।

মঙ্গলবার (৫ মার্চ) অর্থমন্ত্রীর সহকারী একান্ত সচিব শাহ সালাউদ্দিন প্রতিদিনের বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, আগামী বৃহস্পতিবার পাকেরহাট কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে ও পরেরদিন শুক্রবার চিরিরবন্দর সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে খানসামা ও চিরিরবন্দর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে গণসংবর্ধনা অনুষ্ঠানে অংশগ্রহণ, দুই উপজেলার সরকারী কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় ও বিভিন্ন উন্নয়ন কাজ উদ্বোধন করবেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।  

উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম বলেন, ‘অর্থমন্ত্রী হিসেবে নির্বাচিত হওয়ার পর তার এই আগমন উপলক্ষে আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ সবার মধ্যে খুশির আমেজ বইছে। গণসংবর্ধনা অনুষ্ঠান সফল করতে ইতোমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।’ 

খানসামা উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়ন বলেন, ‘আবুল হাসান মাহমুদ আলী অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ায় আমরা গর্বিত ও আনন্দিত। তাই তার এই আগমন সফল করতে আওয়ামী লীগের নেতাকর্মীসহ সবাই অধীর আগ্রহে আছি।’  

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাজ উদ্দিন বলেন, ‘খানসামা উপজেলার এই কৃতি সন্তানকে বরণ ও সফরসূচির সব কর্মসূচী সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সার্বিক বিষয়ে উপজেলা প্রশাসন তদারকি করছে।’ 

কূটনীতিক থেকে রাজনীতির মাঠে এসে তৃতীয়বারের মতো মন্ত্রিসভায় অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব পান দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-৪ (খানসামা ও চিরিরবন্দর) আসন থেকে টানা চতুর্থবারের মত সংসদ সদস্য নির্বাচিত হন আবুল হাসান মাহমুদ আলী। একাদশ জাতীয় সংসদে অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন তিনি। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা