× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কুমিল্লায় অটোরিকশাচালককে হত্যার দায়ে ৩ আসামির মৃত্যুদণ্ড

কুমিল্লা প্রতিবেদক

প্রকাশ : ০৬ মার্চ ২০২৪ ১৬:০২ পিএম

আপডেট : ০৬ মার্চ ২০২৪ ১৭:১২ পিএম

রায় ঘোষণার পর আসামিদের কড়া পাহারায় কারাগারে নেওয়া হয়। প্রবা ফটো

রায় ঘোষণার পর আসামিদের কড়া পাহারায় কারাগারে নেওয়া হয়। প্রবা ফটো

কুমিল্লার চান্দিনায় সিএনজিচালিত অটোরিকশাচালক নাজমুল হাসানকে গলা কেটে হত্যার দায়ে তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া আরেক আসামিকে দেওয়া হয়েছে ৭ বছরের সশ্রম কারাদণ্ড।

বুধবার (৬মার্চ) দুপুরে কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক মো. জাহাঙ্গীর হোসেন এ রায় দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন কুমিল্লার বুড়িচং উপজেলার কোরপাই গ্রামের সেলিম মিয়ার ছেলে মো. সুমন মিয়া, আলম মিয়ার ছেলে মো. শিহাব মিয়া এবং নয়কামতা গ্রামের আমীর হোসেনের ছেলে মো. সোহেল মিয়া। সাত বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত আসামি হলেন একই উপজেলার আবুল কাশেমের ছেলে আবুল বাশার।

রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) জাকির হোসেন প্রতিদিনের বাংলাদেশকে রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার এজাহারে জানা যায়, ২০১৪ সালের ১৭ অক্টোবর বিকালের দিকে চান্দিনার মধ্যমতলা গ্রামের মো. নাজমুল হাসান তার সিএনজিচালিত অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন। এরপর আর বাড়ি ফিরে না আসায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে তারা জানতে পারেন নাজমুলকে হত্যা করে অটোরিকশাটি ছিনতাই করা হয়েছে।

এ ঘটনায় নাজমুলের বাবা আবদুর রব বাদী হয়ে সুমন মিয়াসহ অজ্ঞাতনামা তিনজনকে আসামি করে বুড়িচং থানায় একটি হত্যা মামলা করেন। পুলিশ সুমন মিয়া ও আবুল বাশারকে গ্রেপ্তার করে আদালতে হাজির করলে তারা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

২০১৫ সালের ৮ এপ্রিল সুমন মিয়া, সোহেল মিয়া, আবুল বাশার ও শিহাব মিয়ার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। পরের বছরের ১০ অক্টোবর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। ১৭ জন সাক্ষীর মধ্যে ১১ জনের সাক্ষ্যগ্রহণ শেষে অপরাধ প্রমাণিত হওয়ায় আদালত এ রায় দেন। রায় ঘোষণার সময় পলাতক শিহাব ছাড়া বাকি তিন আসামি আদালতে উপস্থিত ছিলেন।

রায়ে সন্তোষ প্রকাশ করে রাষ্ট্রপক্ষের আইনজীবী জাকির হোসেন বলেন, আমরা আশা করছি মহামান্য হাইকোর্ট এ রায় বহাল রেখে দ্রুত কার্যকর করবেন।

তবে এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন বলে জানিয়েছেন আসামিপক্ষের আইনজীবী মো. মাহবুবুর রহমান।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা