× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নড়াইলে সাইক্লিং প্রতিযোগিতার উদ্বোধন করলেন মাশরাফি

নড়াইল প্রতিবেদক

প্রকাশ : ০৮ মার্চ ২০২৪ ১৭:৫৮ পিএম

আপডেট : ০৮ মার্চ ২০২৪ ১৮:০০ পিএম

নড়াইল শহরের বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ স্টেডিয়ামে বক্তব্য দেন মাশরাফি বিন মুর্তজা। প্রবা ফটো

নড়াইল শহরের বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ স্টেডিয়ামে বক্তব্য দেন মাশরাফি বিন মুর্তজা। প্রবা ফটো

নড়াইলে বঙ্গবন্ধু ৪৩তম জাতীয় সাইক্লিং প্রতিযোগিতার উদ্বোধন করেছেন জাতীয় সংসদের হুইপ ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা। 

শুক্রবার (৮ মার্চ) দুপুরের দিকে শহরের বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ স্টেডিয়ামে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন তিনি। 

বাংলাদেশ সাইক্লিং ফেডারেশনের ব্যবস্থাপনায় ও নড়াইল জেলা ক্রীড়া সংস্থার সার্বিক সহযোগিতায় তিন দিনব্যাপী আয়োজিত এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা মোট ২৮ দল।

উদ্বোধনী বক্তব্য প্রধান অতিথি মাশরাফি বিন মুর্তজা বলেন, ‘আমি সবসময় বিশ্বাস করি মানুষের জীবনে যতগুলো গুরুত্বপূর্ণ পার্ট আছে তার মধ্যে অন্যতম খেলাধুলা। কারণ খেলাধূলা করা মানেই যে খেলোয়াড় হতে হবে সেটা না; সবাই খেলোয়াড় হয়ও না।  কেউ টপক্লাস ইঞ্জিনিয়ার হয়, কেউ ডাক্তার, পুলিশ সুপার ও জেলা প্রশাসক বা বিভিন্ন জায়গায় যেতে পারে৷ খেলাধুলা দুটি কারণে জরুরি। এক হচ্ছে স্বাস্থ্য আর দুই হচ্ছে সুন্দর মনের অধিকারী হওয়ার জন্য৷ প্রত্যেকটা মানুষকে তাদের একটা সময় পর্যন্ত খেলাধুলা করা উচিত।’ 

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ সাইক্লিং ফেডারেশনের সভাপতি ও সাবেক মন্ত্রী পরিষদের সচিব কবির বিন আনোয়ার, নড়াইলের জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী, পুলিশ সুপার মোহাম্মদ মেহেদি হাসান, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকু প্রমুখ। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা