× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ময়মনসিংহ সিটি নির্বাচন

ইভিএমে আঙ্গুলের ছাপে জটিলতা কারও কারও

ময়মনসিংহ সংবাদদাতা

প্রকাশ : ০৯ মার্চ ২০২৪ ১১:২০ এএম

আপডেট : ০৯ মার্চ ২০২৪ ১৩:২২ পিএম

সকালে ভোটার উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উপস্থিতি বাড়তে থাকে। পুরুষের তুলনায় নারী ভোটারের উপস্থিতি বেশি দেখা গেছে। প্রিমিয়ার আইডিয়াল হাই স্কুল কেন্দ্রে তোলা। প্রবা ফটো

সকালে ভোটার উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উপস্থিতি বাড়তে থাকে। পুরুষের তুলনায় নারী ভোটারের উপস্থিতি বেশি দেখা গেছে। প্রিমিয়ার আইডিয়াল হাই স্কুল কেন্দ্রে তোলা। প্রবা ফটো

ময়মনসিংহ সিটি করপোরেশন নির্বাচনে ইভিএমে আঙ্গুলের ছাপ না মেলায় ভোগান্তির কথা জানিয়েছেন কিছু ভোটার। একই কথা বলেছেন সদ্যসাবেক মেয়র ইকরামুল হকও। তিনি বলেন, ‘ইভিএম নিয়ে ভোগান্তির কথা শুনছি। অনেকের আঙুলের ছাপ মিলছে না। ভোটারদের যেন বারবার ঘুরতে না হয়।’

প্রথমবারের মতো সিটি নির্বাচনে মেয়র পদে ভোট দিচ্ছেন ভোটাররা। সকাল ৮টায় ইভিএমে শুরু হয়েছে ভোট। ভোট সুষ্ঠু করতে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা নিয়েছে প্রশাসন।

কয়েকটি কেন্দ্র ঘুরে দেখা যায়, সকালে ভোটার উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উপস্থিতি বাড়তে থাকে। পুরুষের তুলনায় নারী ভোটারের উপস্থিতি বেশি দেখা গেছে। প্রথমবারের মতো মেয়র পদে ভোট দিতে পেরে উচ্ছ্বসিত ভোটাররা। তবে ইভিএমে ভোট দিতে এসে অনেকেই ভোগান্তির কথা জানিয়েছেন।

পুরোহিতপাড়ায় অ্যাওয়ার্ড স্কুল কেন্দ্রে ভোট দিতে এসে আঙুলের ছাপ না মেলায় বিপাকে পড়েন ছাহেরা খাতুন। বলেন, ‘অনেকক্ষণ রোদের মধ্যে লাইনে দাঁড়িয়ে থেকে আঙুলের ছাপ না মেলায় ভোট দিতে পারিনি। এখন ন্যাশনাল আইডি কার্ড আনতে যাচ্ছি।’

একই কেন্দ্রে ভোট দিতে আসা মনোয়ারা বেগম উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, ‘প্রথমবার মেয়র পদে ভোট হচ্ছে। পছন্দের প্রার্থীকে ভোট দিতে সকাল সকাল কেন্দ্রে চলে আসছি।’

কালিবাড়ী এলাকায় প্রিমিয়ার আইডিয়াল হাই স্কুল কেন্দ্রে ভোট দিতে আসা কয়েকজন জানান, এর আগেও ইভিএম পদ্ধতিতে ভোট দিয়েছেন তারা। তাই ভোট দিতে তাদের কোনো সমস্যা হয়নি। এক মিনিটেরও কম সময়ের মধ্যে তারা ভোট দিতে পেরেছেন।

সকাল সাড়ে ৯টায় প্রিমিয়ার আইডিয়াল হাই স্কুল কেন্দ্রে ঘড়ি প্রতীকের প্রার্থী ইকরামুল হক টিটু, পৌনে ১০টায় এডওয়ার্ড স্কুল কেন্দ্রে হাতি প্রতীকের প্রার্থী সাদেকুল হক খান মিল্কি টজু এবং মুসলিম গার্লস হাই স্কুল কেন্দ্রে ঘোড়া প্রতীকের প্রার্থী এহতেশামুল আলম ভোট দেন। এ সময় ভোটের পরিবেশ নিয়ে সন্তুষ্টি প্রকাশ করে তারা প্রত্যেকেই জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী বলে জানান।

তবে ইভিএমে কোথাও কোথাও ভোগান্তির কথা জানিয়ে ইকরামুল হক বলেন, ‘কেউ যেন ভোট না দিয়ে ফিরে না যায়, সংশ্লিষ্ট যারা আছেন তাদের এ বিষয়টি নিশ্চিত করতে অনুরোধ করব।’

রিটার্নিং কর্মকর্তা ও আঞ্চলিক নির্বাচন অফিসার মোহাম্মদ বেলায়েত হোসেন চৌধুরী প্রতিদিনের বাংলাদেশকে বলেন, সুষ্ঠু ভোট করতে প্রতিটি কেন্দ্রে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে।

ময়মনসিংহ সিটি করপোরেশন নির্বাচনে মোট ৩৩টি ওয়ার্ড। মেয়র পদে পাঁচ, সংরক্ষিত কাউন্সিলর পদে ৬৯ ও সাধারণ কাউন্সিলর পদে ১৪৯ জন লড়ছেন। একটি ওয়ার্ডের কাউন্সিলর বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা