× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

খসে পড়ছে পলেস্তারা, ছাপরায় পাঠদান

এম. পলাশ শরীফ, মোরেলগঞ্জ (বাগেরহাট)

প্রকাশ : ০৯ মার্চ ২০২৪ ১৪:৪৫ পিএম

আপডেট : ০৯ মার্চ ২০২৪ ১৫:৪৭ পিএম

স্কুল ভবনের ছাদ খসে পড়ায় আতঙ্কে বন্ধ রয়েছে ক্লাস। বাগেরহাটের মোরলগঞ্জের পশ্চিম ঢুলীগাতি সরকারি প্রাথমিক বিদ্যালয়। প্রবা ফটো

স্কুল ভবনের ছাদ খসে পড়ায় আতঙ্কে বন্ধ রয়েছে ক্লাস। বাগেরহাটের মোরলগঞ্জের পশ্চিম ঢুলীগাতি সরকারি প্রাথমিক বিদ্যালয়। প্রবা ফটো

বাগেরহাটের মোরেলগঞ্জে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষের পলেস্তারা খসে পড়ছে। ভবনটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এমন অবস্থায় ব্যাহত হচ্ছে শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম। বিকল্প হিসেবে রোদবৃষ্টি মাথায় নিয়ে ছাপরা ঘরে চলছে পাঠদান কার্যক্রম। শিক্ষক-শিক্ষার্থীসহ অভিভাবকদের দাবি সাইক্লোন শেল্টার কাম নতুন ভবন নির্মাণের। 

খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার তেলিগাতী ইউনিয়নের পশ্চিম ঢুলিগাতী সরকারি প্রাথমিক বিদ্যালয়টি ১৯৮৮ সালে স্থাপিত হয়। ২০০১ সালে তিন কক্ষবিশিষ্ট একটি ভবন নির্মাণ করা হয়। ভবনটি শ্রেণিকক্ষের ছাদের পলেস্তারা খসে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। বিকল্প হিসেবে মাঠের মধ্যে ছাপরা ঘর নির্মাণ করে চলছে পাঠদান। এতে দিন দিন কমছে শিক্ষার্থীর সংখ্যাও।

মরিয়ম আক্তার, আবির হালদার, আব্দুল্লাহ, সাবিয়া আক্তারসহ একাধিক শিক্ষার্থী বলেন, আমাদের শ্রেণিকক্ষের ছাদ ভেঙে পড়ায় সেখানে আর ক্লাস করতে পারছি না। খোলা মাঠে রোদে ক্লাস করতে খুবই কষ্ট হয়। আবার সামান্য বৃষ্টি হলে হাঁটুপানি জমে যায়। তখন পানির মধ্যে বসে ক্লাস করতে হয়। আমাদের স্কুলে একটা নতুন ভবন চাই।’

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফারজানা মেহেদী রিনা বলেন, ‘দু সপ্তাহ পূর্বে স্কুল বন্ধ থাকাকালীন হঠাৎ করে ৫ম শ্রেণির কক্ষের ছাদের অনেকটা জায়গা ভেঙে পড়ে। তবে কোনো শিক্ষার্থী দুর্ঘটনার শিকার হয়নি। তাৎক্ষণিক সংশ্লিষ্ট ক্লাস্টার সহকারী শিক্ষা অফিসার সজল মহলী স্যারকে অবহিত করা হলে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে ঝুঁকিপূর্ণ ভবনে ক্লাস না নেওয়ার লিখিত নির্দেশনা দেন। একই সঙ্গে বিকল্প ব্যবস্থায় ক্লাস নেওয়ার পরামর্শ দেন।’ 

বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুপ্তি রানি মজুমদার, সূবর্না বড়াল, ইতি রানী দাস, তহুরা আক্তার নাইমা বলেন, ‘বিদ্যালয়ের আশপাশে দুই তিন গ্রামের মধ্যে কোনো সাইক্লোন শেল্টার নেই। দুই কিলোমিটার দূরত্বে একটি সাইক্লোন শেল্টার রয়েছে। এ বিদ্যালয়ে নতুন একটি সাইক্লোন কাম স্কুল ভবন নির্মাণ হলে প্রাকৃতিক দুর্যোগকালীন স্থানীয়রা আশ্রয় নিতে পারবেন। পাশাপাশি শিক্ষার্থীদের শ্রেণিকক্ষের সংকটেরও সমাধান হবে।’

বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি আক্তার হোসেন বলেন, ‘অভিভাবকরা এ মুহূর্তে ছেলেমেয়েদের বিদ্যালয়ে পাঠাতে কিছুটা অনীহা প্রকাশ করছে। যে কারণে উপস্থিতির হারও দিন দিন কমে যাচ্ছে। বিকল্প হিসেবে স্লিপ বরাদ্দ ও নিজেদের অর্থায়নে মাঠের মধ্যে বাঁশ, কাঠ ও টিন দিয়ে কোনোমতে একটি ঘর করা হয়েছে। বিষয়টি উপজেলা শিক্ষা কর্মকর্তাকে অবহিত করা হয়েছে।’

ক্লাস্টার সহকারী শিক্ষা অফিসার সজল মহলী বলেন, ‘বিদ্যালয়টি সরেজমিন পরিদর্শন করে ঝুঁকিপূর্ণ মনে হয়েছে। তাই বিকল্প হিসেবে অন্যত্র পাঠদানের নির্দেশনা দেওয়া হয়েছে। আনুষ্ঠানিকভাবে পরিত্যক্ত ঘোষণার জন্যও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকে লিখিতভাবে অবহিত করা হয়েছে।’

উপজেলা শিক্ষা কর্মকর্তা শেখ মুস্তাফিজুর রহমান বলেন, ‘বিদ্যালয়ের ভবনটি ঝুঁকিপূর্ণ হওয়ায় ক্লাস না নেওয়ার জন্য নোটিস দেওয়া হয়েছে। বিকল্প ক্লাসের জন্য টিনশেডের ঘর তোলার কাজ চলমান রয়েছে।’

উপজেলা প্রকৌশলী আরিফুল ইসলাম বলেন, ‘বর্তমানে এ উপজেলায় ৪০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের কাজ চলমান রয়েছে। ঢুলিগাতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ ভবনটির সরেজমিনে তদন্ত করে আনুষ্ঠানিকভাবে পরিত্যক্ত ঘোষণা করা হবে। নতুন ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হবে।’ 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা