× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হাজীগঞ্জে উপনির্বাচন

আপেলের জায়গায় ছাপা হলো কদমফুল, নির্বাচন স্থগিত

চাঁদপুর প্রতিবেদক

প্রকাশ : ০৯ মার্চ ২০২৪ ১৫:০৭ পিএম

আপডেট : ০৯ মার্চ ২০২৪ ১৫:৫৮ পিএম

ভোটকেন্দ্রে ভোটারদের লাইন। ছবি : সংগৃহীত

ভোটকেন্দ্রে ভোটারদের লাইন। ছবি : সংগৃহীত

পূর্বনির্ধারিত সময় অনুযায়ী সকাল ৮টায় শুরু হয় ভোটগ্রহণ। তবে কিছুক্ষণ পরে সবাই জানতে পারেন, ব্যালট পেপারে এক প্রার্থীর প্রতীক নেই। প্রার্থীর প্রতীক ব্যালট পেপারে না থাকায় শুরু হয় তুলকালাম।

ব্যালট পেপারে আপেল প্রতীকের জায়গায় কদমফুল প্রিন্ট হওয়ায় নির্বাচন স্থগিত করা হয়েছে। চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা ১০ গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের উপনির্বাচনে এ ঘটনা ঘটে।  

ওয়ার্ডের ইউপি সদস্য মনসুর আহমেদের মৃত্যুতে শনিবার (৯ মার্চ) উপনির্বাচন হবার কথা ছিল। কিন্তু আপেল প্রতীকের জায়গায় কদম ফুল প্রিন্ট হওয়ায় নির্বাচন কমিশন নির্বাচন স্থগিত করে।

হাজীগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা ফারুক হোসেন প্রতিদিনের বাংলাদেশকে জানান, ‘শনিবার ৯ নম্বর ওয়ার্ডে উপনির্বাচন অনুষ্ঠানের জন্য সব আয়োজন সম্পন্ন হয়েছিল। ভোটগ্রহণের শুরুতেই ব্যালট পেপারে আপেল প্রতীকের জায়গায় কদমফুর প্রতীক দেখা যাওয়ায় কর্মকর্তাদের নজরে আসে। পরে নির্বাচন স্থগিত করা হয়। 

দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার শাহাদাত হোসেন জানান, নির্বাচন গ্রহণ করার জন্য সব প্রস্তুতি হয়েছিল। ব্যালট পেপারে ভুল থাকায় নির্বাচন স্থগিত করা হয়েছে।

এখানে সদস্য পদে মো. অহিদুল ইসলাম (ফুটবল), শফিউল্যাহ স্বপন (সিলিং ফ্যান), খোরশেদ আলম (মোরগ), কার্তিক (তালা), মাওলানা মীর হোসেন (আপেল) প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিয়েছে। 

তবে হাজীগঞ্জ উপজেলায় ১ নম্বর রাজারগাঁও ইউনিয়নে চেয়ারম্যান পদে উপনির্বাচন হচ্ছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা