× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দুই প্রার্থী সমান ভোট : ফলাফল স্থগিত

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিবেদক

প্রকাশ : ০৯ মার্চ ২০২৪ ২২:০৩ পিএম

দৌলতপুরে ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে প্রার্থী আব্দুল মান্নান বিশ্বাস রানা ও মো. ফারুক আলম পান্না।

দৌলতপুরে ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে প্রার্থী আব্দুল মান্নান বিশ্বাস রানা ও মো. ফারুক আলম পান্না।

কুষ্টিয়ার দৌলতপুরে ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে প্রতিদ্বন্দ্বি দুই প্রার্থী সমান ভোট পাওয়ায় ফলাফল স্থগিত করা হয়েছে। সমান সংখ্যক ভোট পাওয়া দুই প্রার্থীর মধ্যে পুনরায় ভোট গ্রহণ করা হবে এমন সিদ্ধান্ত নিয়েছেন দৌলতপুর উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার। 

শনিবার (৯ মার্চ) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ ও ভোট গননা শেষে দুই প্রার্থী সমান সংখ্যক ভোট পাওয়ায় নির্বাচন বিধি অনুযায়ী এমন সিদ্ধান্ত নেওয়া হয়।

প্রতিদ্বন্দ্বি দুই প্রার্থী আব্দুল মান্নান বিশ্বাস রানা ও মো. ফারুক আলম পান্না। ঘোড়া প্রতীক নিয়ে আব্দুল মান্নান পেয়েছেন ৬ হাজার ১২৩ ভোট। ফারুক আলম পান্না মোটরসাইকেল প্রতীক নিয়ে পেয়েছেন ৬ হাজার ১২৩ ভোট। 

আব্দুল মান্নান বিশ্বাস রানা বলেন, আইন অনুযায়ী উপজেলা প্রশাসন ও রিটার্নিং অফিসার যে সিদ্ধান্ত নিবেন আমি তা মেনে নেব।

মো. ফারুক আলম পান্না জানান, তিনি আইনের আশ্রয় নেবেন।    

দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার মো. ওবায়দুল্লাহ প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ঘোড়া প্রতীকের প্রার্থী আব্দুল মান্নান বিশ্বাস রানা ও মোটরসাইকেল প্রতীকের প্রার্থী মো. ফারুক আলম পান্না দু’জনই সমান সংখ্যক ভোট পাওয়ায় নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়নি। তাদের মধ্যে পুনরায় ভোট অনুষ্ঠিত হবে। তবে নির্বাচনের তারিখ পরে ঘোষণা করা হবে। 

এছাড়াও নির্বাচনে প্রতিদ্বন্দ্বি অপর দুই প্রার্থী মো. জামিরুল ইসলাম বাবু আনারস প্রতীকে ভোট পেয়েছেন ৪৯১৩ এবং মো. মেহেদী হাসান মাষ্টার চশমা প্রতীকে ভোট পেয়েছেন ৬৩৬ ভোট।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা