× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কাপাসিয়ায় ইউনিয়ন পরিষদ উপনির্বাচন

পরাজিত প্রার্থীর কর্মীদের হামলায় দুই ডিবি পুলিশ আহত

শ্রীপুর (গাজীপুর) প্রতিবেদক

প্রকাশ : ১০ মার্চ ২০২৪ ২০:০৬ পিএম

আপডেট : ১০ মার্চ ২০২৪ ২০:২০ পিএম

সন্মানিয়া ইউনিয়ন পরিষদ উপনির্বাচনে গাজীপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ বহনকারী মাইক্রোবাসে হামলার ঘটনা ঘটে। প্রবা ফটো

সন্মানিয়া ইউনিয়ন পরিষদ উপনির্বাচনে গাজীপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ বহনকারী মাইক্রোবাসে হামলার ঘটনা ঘটে। প্রবা ফটো

গাজীপুরের কাপাসিয়া উপজেলায় সন্মানিয়া ইউনিয়ন পরিষদ উপনির্বাচনে পরাজিত চেয়ারম্যান প্রার্থী আব্দুল হকের কর্মীদের হামলায় গাজীপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ বহনকারী মাইক্রোবাসে হামলার ঘটনা ঘটেছে। এ সময় ডিবি পুলিশের দুই কনস্টেবল আহত হয়েছে।

শনিবার (৯ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টায় সন্মানিয়া ইউনিয়নের চর সন্মানিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এই হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় রবিবার দুপুরে কাপাসিয়া থানায় গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে মামলা করা হয়। কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আজিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

গাজীপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের আহত সদস্যরা হলেন, কনস্টেবল বিপ্র দাস ও কনস্টেবল মাহমুদুল হাসান। তারা গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মাইক্রোবাসের চালক সবুজ মিয়া বলেন, ‘শনিবার নির্বাচনের পর ফলাফল ঘোষণা শেষে পুলিশদের নিয়ে সন্ধ্যার পর কেন্দ্র থেকে বের হচ্ছিলাম। এ সময় পরাজিত চেয়ারম্যান প্রার্থী আব্দুল হকের কর্মীরা গাড়ি থামিয়ে আকস্মিক হামলা করে। একপর্যায়ে হামলাকারীরা হাতে থাকা লাঠি দিয়ে গাড়ির গ্লাস ভেঙে ফেলে। এ সময় গাড়িতে থাকা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের দুই কনস্টেবল আহত হয়।’

গাজীপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের উপপরিদর্শক (এসআই) লুৎফল কবীর বলেন, ‘আহতদের কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। আঘাত গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রাখা হয়েছে।’

কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর মিয়া বলেন, ‘জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ কনস্টেবল আহতের ঘটনায় ১০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করেছে পুলিশ। তদন্তের মাধ্যমে অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

পরাজিত চেয়ারম্যান প্রার্থী আব্দুল হক বলেন, ‘ফলাফল ঘোষণার আগে আমার মার্কার কিছু ব্যালট পেপার বাইরে পাওয়া গেছে। এসব আমার কর্মীরা ভেতরে এনে দেওয়ার চেষ্টা করে। এটা নিয়ে পুলিশের সাথে কথা-কাটাকাটি হয়েছে। একপর্যায়ে অতি উৎসাহী জনতা উত্তেজিত হয়ে গণ্ডগোল সৃষ্টি করে।’

শনিবার কাপাসিয়ার সন্মানিয়া ইউনিয়ন পরিষদের উপনির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে মোবারক হোসেন (ঘোড়া প্রতীক) বেসরকারিভাবে নির্বাচিত হন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা