× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে এমপিদের চিকিৎসা নেওয়ার পরামর্শ স্বাস্থ্যমন্ত্রীর

রাজশাহী অফিস

প্রকাশ : ১০ মার্চ ২০২৪ ২২:৪০ পিএম

আপডেট : ১০ মার্চ ২০২৪ ২২:৪৬ পিএম

স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে এমপিদের চিকিৎসা নেওয়ার পরামর্শ স্বাস্থ্যমন্ত্রীর

দেশের স্বাস্থ্য সেবায় সাধারণ মানুষের আস্থা ফিরিয়ে আনতে এমপিদের স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রগুলোতে চিকিৎসা নেওয়ার পরামর্শ দিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সামন্ত লাল সেন। তিনি বলেন, ‘স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে এমপিরা চিকিৎসা নিলে দেশের স্বাস্থ্যসেবার ওপর সাধারণ মানুষের আস্থা ফিরবে।’

রবিবার (১০ মার্চ) সন্ধ্যায় রাজশাহী সার্কিট হাউসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। দুই দিনের সফরে রাজশাহীতে অবস্থান করছেন স্বাস্থ্যমন্ত্রী। এই দুইদিন তিনি পর্যায়ক্রমে রাজশাহী বিভাগের আট জেলার সিভিল সার্জন, বিভাগীয় স্বাস্থ্যের পরিচালকসহ রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজের পরিচালক ও অধ্যক্ষদের সঙ্গে মতবিনিময় করবেন।

স্বাস্থ্য বিভাগ বেসরকারি সব ক্লিনিক বন্ধ করে দেওয়ার পক্ষে নয় উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘মানুষ যেন সুচিকিৎসা পায়, সে লক্ষ্যে কাজ করছি। তবে এটা একদিনের সম্ভব হবে না।’

সম্প্রতি রাজশাহীতে তিনদিনের ব্যবধানে একই পরিবারের দুই শিশুর অস্বাভাবিক মৃত্যুসহ খতনার সময় মৃত্যুর ঘটনার প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘যেকোন রোগী মারা গেলে চিকিৎসকের দোষ দেওয়া ঠিক না। দেখতে হবে প্রকৃত ঘটনাটা কী। একটা কড়া নির্দেশ আছে, এ ধরনের কোন অপমৃত্যু হলে বিএমডিসি (বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল) হচ্ছে সর্বোচ্চ আদালত। ঘটনার প্রেক্ষিতে ডিজি হেলথের (স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক) মাধ্যমে আমরা একটা ইনভেস্টিগেশন করে দেখি।’

চিকিৎসা ক্ষেত্রে কোন গাফিলতি সহ্য করা হবে না উল্লেখ করে তিনি আরও বলেন, ‘চিকিৎসকদের সুরক্ষা দেওয়া যেমন আমার দায়িত্ব, তেমনি রোগীদের সুরক্ষা দেওয়ার দায়িত্বও আমার। সুতরাং কোন ডাক্তার বা কারো কোন অবহেলা বা গাফিলতি সহ্য করা হবে না। আবার কথায় কথায় হাসপাতাল ভাঙচুর বা ডাক্তারের ওপর আক্রমণও সহ্য করা হবে না।’

স্বাস্থ্যকেন্দ্রের লাইসেন্স প্রদানে দীর্ঘসূত্রিতার বিষয় মন্ত্রী সামন্ত লাল সেন বলেন, ‘এরকম কোন নির্দিষ্ট অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। আমরা বারবার বলছি কেউ যেন হয়রানির শিকার না হয়। বেসরকারি স্বাস্থ্য কেন্দ্রগুলো পরিচালনার জন্য দশটি নির্দেশনা প্রদান করা হয়েছে। লাইসেন্স প্রদর্শনের বিষয়টিও এই নির্দেশনার মধ্যে রয়েছে। এই নির্দেশনাগুলো না মানলে সংশ্লিষ্ট স্বাস্থ্য কেন্দ্রগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’ 

করোনার নতুন ভেরিয়েন্ট সর্ম্পকে তিনি বলেন, ‘এই ভেরিয়েন্ট নিয়ে আতঙ্কের কিছু নেই। নতুন ভেরিয়েন্টে মৃত্যুহার অনেক কম।’

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী রোকেয়া সুলতানা, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা