× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জেলা-উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের পরিধি আরও বাড়ানো হবে : স্বাস্থ্যমন্ত্রী

রাজশাহী অফিস

প্রকাশ : ১১ মার্চ ২০২৪ ১৬:০১ পিএম

আপডেট : ১১ মার্চ ২০২৪ ১৬:১৯ পিএম

সোমবার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী সামন্ত লাল সেন। প্রবা ফটো

সোমবার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী সামন্ত লাল সেন। প্রবা ফটো

মেডিকেল কলেজ হাসপাতালগুলোতে অতিরিক্ত রোগীর চাপ কমাতে জেলা ও উপজেলা পর্যায়ের স্বাস্থ্য কেন্দ্রগুলোর পরিধি আরও বাড়ানো হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সামন্ত লাল সেন। তিনি বলেন, ‘কারণ, প্রান্তিক পর্যায়ে সেবা পৌঁছে দিতে না পারলে মেডিকেল কলেজ হাসপাতালগুলোর ওপর চাপ কোনো দিনও কমবে না।’ 

সোমবার (১১ মার্চ) সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, ‘মেডিকেল কলেজ শুধু চিকিৎসা না, এখানে শিক্ষা ও গবেষণাও করা হবে। সুতরাং আমরা জেলা হাসপাতালসহ অন্যান্য স্বাস্থ্য কেন্দ্রগুলোকে উন্নত করব।’

তিনি আরও বলেন, ‘রাজশাহীতে একটা জেলা হাসপাতাল আছে অত্যন্ত সুন্দর। কিন্তু সেটা খালি পড়ে আছে। আমরা চেষ্টা করব সেটাকেও চালু করতে। সচল করলে মেডিকেল কলেজ হাসপাতালে রোগীর চাপ কমবে।’

‘আশা করি, আমরা এগুলোর সমাধান করতে পারব। তবে জনবলের ঘাটতি আছে,’ যোগ করেন মন্ত্রী।

সামন্ত লাল সেন আরও বলেন, ‘বার্ন ইউনিটটি আমারও একটা টপ প্রায়োরিটি প্রজেক্ট। রাজশাহী মেডিকেলেও একটা ইউনিট হবে। এটা হলে মানুষের অনেক উপকার হবে।’

বেসরকারি হাসপাতালগুলোকে সতর্ক করে দিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘কোনো হাসপাতাল তাদের পূর্বশর্ত ছাড়া চলতে পারবে না। একটা অপারেশন করতে গেলে যা যা দরকার এটাক হার্টের রোগী রাখতে গেলে যে ব্যাক সাপোর্ট দরকার- এটা ছাড়া কোনো দিনই কোনো হাসপাতালকে অনুমোদন দেওয়া হবে না। সেখানেও যদি কোনো দুর্ঘটনা ঘটে তবে তার দায়দায়িত্বও ওই হাসপাতাল ও চিকিৎসককেই নিতে হবে।’

মেডিকেল কলেজগুলোতে বিভিন্ন সময় রোগী বা স্বজনদের ওপর ইন্টার্ন চিকিৎসকদের হামলা ও হাসপাতালে সাংবাদিক প্রবেশ করতে না দেওয়ার অভিযোগের বিষয়ে মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, ‘এমন কোনো অভিযোগ থাকলে জানালে আমরা ব্যবস্থা নেব।’

দেশের ২১ শতাংশ চিকিৎসক অফিসার অন স্পেশাল ডিউটি (ওএসডি) হিসেবে কর্মরত। এ প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘বরাদ্দকৃত সাড়ে সাতশ পোস্টের বিপরীতে ওএসডি হিসেবে কর্মরত আছেন সাড়ে ১১ হাজার চিকিৎসক। এ বিষয়ে একটি পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। সেটি বাস্তবায়ন করা গেলে এই সংখ্যা কমে আসবে।’

বিএমডিএর অনুমোদনহীন মেডিকেল কলেজগুলোতে শিক্ষার্থী ভর্তি প্রসঙ্গে তিনি বলেন, ‘বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা