× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ব্রিজের নির্মাণকাজ উদ্বোধনের পর এমপি রুহী

এমন কিছু করে যাব যেন ভবিষ্যৎ প্রজন্ম সুফল পায়

দুর্গাপুর (নেত্রকোণা) সংবাদদাতা

প্রকাশ : ১৩ মার্চ ২০২৪ ২১:৩০ পিএম

আপডেট : ১৩ মার্চ ২০২৪ ২১:৫৩ পিএম

এমন কিছু করে যাব যেন ভবিষ্যৎ প্রজন্ম সুফল পায়

নেত্রকোণার দুর্গাপুর উপজেলার বিপিনগঞ্জ-পুটিমারি সড়কে বহুল প্রতীক্ষিত পিসি গার্ডার ব্রিজ নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। 

বুধবার (১৩ মার্চ) এ উপলক্ষে দুর্গাপুরে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ভিডিও কনফারেন্সের মাধ্যমে ওই অনুষ্ঠানে যুক্ত হয়ে নির্মাণকাজ উদ্বোধন করেন নেত্রকোণা-১ আসনের (দুর্গাপুর-কলমাকান্দা) সংসদ সদস্য মোশতাক আহমেদ রুহী। এ সময় তিনি বলেন, ‘দুর্গাপুর-কলমাকান্দার জন্য এমন কিছু করে রেখে যাব ভবিষ্যৎ প্রজন্ম যেন আমাদের কাজের সুফল ভোগ করতে পারে।’

অনুষ্ঠানে স্থানীয় বাসিন্দারা এমপি রুহীর কাছে নিজেদের নানা সমস্যা ও সংকটের কথাও তুলে ধরেন। নবম জাতীয় সংসদে মোশতাক আহমেদ রুহী এ অঞ্চলের এমপি থাকা অবস্থায় যেসব উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করেছেন, সেগুলোর সুফল উল্লেখ করে স্থানীয়রা বলে, গত দশ বছরে দুর্গাপুর-কলমাকান্দায় তেমন কোনো উল্লেখযোগ্য উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়ন হয়নি। এতে এলাকার সাধারণ মানুষ সরকারের উন্নয়নের ধারা থেকে বঞ্চিত হয়েছে। 

এলাকাবাসীর কথা শোনার পর এমপি রুহী বলেন, ‘আত্মসমালোচনা করে আমাদের নিজেদের পরিবর্তন করতে হবে। গতানুগতিক ধারায় পরিবর্তন আনতে হবে। যাদের ভেতরে দুরভিসন্ধি আছে সকল দুরভিসন্ধি দূর করতে হবে।’

অনুষ্ঠানে এলাকাবাসী স্থানীয় একটি মসজিদের জন্য অজুখানা ও টয়লেট নির্মাণের দাবি জানালে দ্রুততম সময়ের মধ্যে সেটি বাস্তবায়নের আশ্বাস দেন সংসদ সদস্য। 

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন দুর্গাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, কুল্লাগড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোবারক হোসেন ও সাধারণ সম্পাদক নুরুল হুদা উজ্জ্বল এবং আজিজুল হক, পীযুষ চিরান, আহমদ হকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা