× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গাজীপুরে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন

গাজীপুর প্রতিবেদক

প্রকাশ : ১৪ মার্চ ২০২৪ ১৩:৩৯ পিএম

আপডেট : ১৪ মার্চ ২০২৪ ১৪:২৯ পিএম

বৃহস্পতিবার ঘটনাস্থল পরিদর্শনকালে এলাকাবাসীর সঙ্গে কথা বলছেন গাজীপুরের জেলা প্রশাসক। প্রবা ফটো

বৃহস্পতিবার ঘটনাস্থল পরিদর্শনকালে এলাকাবাসীর সঙ্গে কথা বলছেন গাজীপুরের জেলা প্রশাসক। প্রবা ফটো

গাজীপুরের কালিয়াকৈরে তেলিরচলা এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৩৬ (৩৪) জন দগ্ধ হওয়ার ঘটনায় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। কমিটিকে তিন কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ মার্চ) সকালে গাজীপুরের জেলা প্রশাসক আবুল ফাতে মো. সফিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন শেষে এ তদন্ত কমিটির কথা জানান। এ সময় উপস্থিত ছিলেন গাজীপুরের পুলিশ সুপার কাজী শফিকুল আলম, উপজেলা নির্বাহী কর্মকর্তা  কাউছার আহাম্মেদ, কালিয়াকৈর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আজমেরী হোসেন, কালিয়াকৈর থানার ওসি এ এফ এম নাসিম ও মৌচাক পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইফুল আলম।

জেলা প্রশাসক বলেন, ‘গ্যাসের আগুনে ৩৬ (৩৪) জন দগ্ধ হয়েছে। এদের মধ্যে ৩৪ (৩২) জন আছে ঢাকায়। আর দুই জন স্থানীয়ভাবে চিকিৎসা নিচ্ছেন। ঘটনাটি তদন্ত করতে তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হুমায়ুন কবিরকে তদন্ত কমিটির প্রধান করা হয়েছে। অন্য দুই সদস্য হলেন কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার আহাম্মেদ ও গাজীপুর ফায়ার সার্ভিসের উপপরিচালক আব্দুল্লাহ আল আরিফিন।’ 

গাজীপুরের জেলা প্রশাসক বলেন, ‘এটা খুবই ঘনবসতিপূর্ণ এলাকা। যারা থাকেন তাদের গ্যাস ও বিদ্যুৎ ব্যবহারে অভিজ্ঞতা কম। যে কারণে এমন ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের কর্মীদের দিয়ে অগ্নি মহড়া দেওয়ার ব্যবস্থা করা হবে। যাতে ভবিষ্যতে এমন ঘটনা আর না ঘটে। অগ্নিদগ্ধদের সার্বিক সহযোগিতা করা হবে এবং সার্বক্ষণিক তাদের খোঁজ খবর রাখা হচ্ছে।’

গাজীপুরের পুলিশ সুপার কাজী শফিকুল আলম বলেন, ‘এখানে যে ঘটনা ঘটেছে তা খুবই মর্মাহত। এ ধরনের ঘটনা যাতে পুনরাবৃত্তি না হয় এজন্য জনসচেতনতা প্রয়োজন। আইনের কাঠামো থেকে যারা এর ব্যত্যয় ঘটাবে তাদের বিরুদ্ধে   আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এখানে যারা গ্যাস সিলিন্ডার বিক্রি করে তাদের ডিলারশিপ ঠিক আছে কি না তা খতিয়ে দেখা হবে। এখানে মানুষের মধ্যে সচেতনতার অভাব রয়েছে।’

দুজন বাদে দগ্ধদের সবাইকে রাতেই ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে। সে সময় ভর্তি রোগীর সংখ্যা ৩৪ জন বলা হলেও বৃহস্পতিবার সকালে তা সংশোধন করে ৩২ জন বলে জানানো হয়েছে।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা