× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিটকয়েন আত্মসাৎ

চট্টগ্রামে ডিবির ছয়জনকে বরখাস্ত, হোতাকে শুধু তলব

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ১৪ মার্চ ২০২৪ ১৫:৪৩ পিএম

আপডেট : ১৪ মার্চ ২০২৪ ১৬:৫১ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

চট্টগ্রামে ফ্রিল্যান্সারকে আটকের পর তার বাইন্যান্স অ্যাকাউন্ট থেকে ৩ কোটি টাকা হাতিয়ে নেওয়ার ঘটনায় চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশের ছয় সদস্যকে বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলার নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার কৃষ্ণ পদ রায়। পাশাপাশি ওই ঘটনার নেতৃত্ব দেওয়া পরিদর্শক রুহুল আমিনের কাছে ঘটনার ব্যখ্যা তলব করা হয়েছে।

বহিষ্কৃত ছয় পুলিশ সদস্য হলেন উপপরিদর্শক মো. আলমগীর হোসেন, মো. বাবুল মিয়া, সহকারী উপপরিদর্শক মো. শাহ পরাণ জান্নাত, মইনুল হোসেন, কনস্টেবল জাহিদুর রহমান ও আব্দুর রহমান।

বৃহস্পতিবার (১৪ মার্চ) চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (জনসংযোগ) স্পিনা রানী প্রমাণিক প্রতিদিনের বাংলাদেশকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘ওই ঘটনা তদন্তে সিএমপি তিন সদস্যের একটি তদন্ত কমিটি করেছিল। তাদের তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে সাতজনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এর মধ্যে একজন পরিদর্শকের কাছে ব্যাখ্যা তলব করা হয়েছে। বাকি ছয়জনকে সাময়িক বহিষ্কার করে তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলা করতে বলা হয়েছে।’

ঘটনার নেতৃত্ব দেওয়া পরিদর্শক রুহুল আমিন কী তাহলে বিভাগীয় মামলা ও সাময়িক বহিষ্কার আদেশের বাইরে থাকছেন- এমন প্রশ্নের জবাবে স্পিনা রানী প্রমাণিক বলেন, ‘তেমন নয়। এটি একটি পদ্ধতিগত ব্যাপার। তার কাছে ব্যাখ্যা তলব করা হয়েছে। ব্যাখ্যা পাওয়ার পর তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

গত ২৬ ফেব্রুয়ারি রাতে চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানাধীন গুলবাগ আবাসিক থেকে মো. আবু বক্কর সিদ্দিকসহ দুজনকে তুলে নিয়ে যায় ডিবির একটি দল। আবু বক্কর সরকারের তথ্য ও প্রযুক্তি বিভাগের নিবন্ধিত ফ্রিল্যান্সার। পরদিন তাকে অনলাইন জুয়ায় জড়িত থাকার অভিযোগে একটি নন এফআইআর মামলা দিয়ে আদালতে প্রেরণ করে পুলিশ। আদালত তাকে ১০০ টাকা জরিমানা করে মুক্তি দেন। মুক্তির পর আবু বক্কর সিদ্দিক অভিযোগ করেন ধরে নেওয়ার পর নানা ভয়ভীতি দেখি ডিবি তার কাছ থেকে ১০ লাখ টাকা ঘুষ আদায় করে। পাশাপাশি তার বাইন্যান্স অ্যাকাউন্ট থেকে ৩ কোটি টাকা সমমূল্যের বিটকয়েন সরিয়ে নেয়।

এ বিষয়ে প্রতিদিনের বাংলাদেশে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করা হয় গত দুই মার্চ। এরপর অভিযুক্ত পুলিশ সদস্যদের প্রত্যাহার করে লাইনে সংযুক্ত করা হয়। পাশাপাশি ঘটনা তদন্তে তিন সদস্যের একটি কমিটি করে সিএমপি। গত বৃহস্পতিবার তদন্ত প্রতিবেদন জমা দেয় কমিটি। প্রতিবেদনে আবু বক্করের অভিযোগের সত্যতার কথা উঠে আসে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা