× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এক লাফে পেঁয়াজের দাম পড়ল ৮০০ টাকা

মধুখালী (ফরিদপুর) প্রতিবেদক

প্রকাশ : ১৫ মার্চ ২০২৪ ১৯:২৭ পিএম

আপডেট : ১৫ মার্চ ২০২৪ ১৯:৪৮ পিএম

এক লাফে পেঁয়াজের দাম পড়ল ৮০০ টাকা

ফরিদপুরের মধুখালী পাইকার হাটে পেঁয়াজের দাম কমেছে এক লাফে ৮০০ টাকা। কয়েক দিন ধরে মণপ্রতি দাম ৩ হাজার ২০০ টাকার ওপরে থাকায় শুক্রবার (১৫ মার্চ) ব্যাপক হারে পেঁয়াজের আমদানি ঘটে। একপর্যায়ে বিক্রেতাদের ভিড়ে ঢাকা-খুলনা মহাসড়কে যানজট লেগে যায়। প্রায় আধা ঘণ্টা থাকে সেই জট। এদিকে অধিক আমদানির চাপে হঠাৎ করে দাম কমে যায়। ফলে অনেক চাষি পেঁয়াজ বাড়িতে ফেরত নিয়ে যান।

পেঁয়াজ বিক্রি করতে আসা কামারখালীর কৃষক মো. সাইদ মিয়া বলেন, ‘আগের হাটে যে পেঁয়াজ ৩ হাজার থেকে ৩ হাজার ২০০ টাকায় বিক্রি করি, এখন তার দাম বলছে ২ হাজার ২০০ টাকা। দাম কম হওয়ায় ফেরত নিয়ে যাচ্ছি।’

আড়তদার মো. সাইফুল মোল্লা বলেন, ‘গত হাটের তুলনায় পেঁয়াজ আমদানি অনেক বেশি হওয়ায় দাম কমে গেছে।’

মধুখালী উপজেলার মেগচামি, গাজনা, কামালদিয়া, নওপাড়াসহ কয়েকটি ইউনিয়নে এবার প্রচুর পরিমাণে পেঁয়াজ আবাদ হয়েছে। উপজেলা কৃষি অফিসার আলভী রহমান জানান, চলতি মৌসুমে মধুখালীতে মোট মুড়িকাটা, দানা, হালিসহ সব মিলিয়ে ৩ হাজার ২৪০ হেক্টর জমিতে পেঁয়াজ আবাদ হয়েছে। গত মৌসুমে হয়েছিল ২ হাজার ৭৫০ হেক্টর জমিতে। গত বছরের তুলনায় প্রায় ৫০০ হেক্টর জমিতে পেঁয়াজের আবাদ বেশি হয়েছে এবং ফলনও এবার ভালো হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা