× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

১০ টাকা লিটারে দুধ বিক্রি করায় সম্মাননা পেলেন এরশাদ

মধ্যাঞ্চলীয় অফিস

প্রকাশ : ১৫ মার্চ ২০২৪ ২০:০৯ পিএম

প্রতি লিটার দুধ ১০ টাকায় বিক্রি করায় করিমগঞ্জ উপজেলার মো. এরশাদ উদ্দিনকে ‘বেস্ট প্র্যাকটিস’ সম্মাননা দেয় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। প্রবা ফটো

প্রতি লিটার দুধ ১০ টাকায় বিক্রি করায় করিমগঞ্জ উপজেলার মো. এরশাদ উদ্দিনকে ‘বেস্ট প্র্যাকটিস’ সম্মাননা দেয় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। প্রবা ফটো

রমজান উপলক্ষে প্রতি লিটার দুধ ১০ টাকায় বিক্রি করায় ভোক্তার সম্মাননা পেয়েছেন কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার মো. এরশাদ উদ্দিন। বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে তাকে ‘বেস্ট প্র্যাকটিস’ সম্মাননা দেয় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

শুক্রবার (১৫ মার্চ) বিশ্ব ভোক্তা অধিকার দিবস-২০২৪ উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে এ সম্মাননা গ্রহণ করেন তিনি। বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু এমপি অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে এরশাদ উদ্দিনকে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।

গত চার বছরের ধারাবাহিকতায় এবছরেও রোজার প্রথমদিন থেকে কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার রৌহা গ্রামের তার জেসি এগ্রো ফার্ম থেকে প্রতি লিটার দুধ ১০ টাকায় বিক্রির কার্যক্রম শুরু করেন। সেখান থেকে প্রতিদিন ৬৫-৭০টি পরিবার এক লিটার করে দুধ ১০ টাকা দিয়ে সংগ্রহ করে। এ কার্যক্রম রমজানের শেষদিন পর্যন্ত চলবে।

সম্মাননা পেয়ে অনুভূতি জানিয়ে এরশাদ উদ্দিন বলেন, ‘প্রতিদিনের বাংলাদেশসহ বিভিন্ন মিডিয়া আমার পাশে থাকায় আমি এ কাজে উৎসাহ পেয়েছি। আগামীতে যেন সৎ পথে থেকে বাংলাদেশের এগিয়ে নেওয়ার কাজে আরও যুক্ত হতে পারি এই প্রত্যাশা করছি।’

গত ৫ মার্চ প্রতিদিনের বাংলাদেশ পত্রিকায় এরশাদ উদ্দিনের জেসি এগ্রো ফার্মের দশ টাকা লিটারের দুধ বিক্রি নিয়ে ‘এবারও রোজায় ১০ টাকায় দুধ বিক্রি করবেন এরশাদ’ শিরোনামে ছবিসহ একটি সংবাদ প্রকাশ হয়। সংবাদটি সারাদেশে আলোড়ন সৃষ্টি করে। পরে বেশ কয়েকটি জাতীয় সংবাদমাধ্যমে সংবাদটি প্রচার হয়। এটি প্রধানমন্ত্রীর দৃষ্টিতে পড়ে। তার নির্দেশেই মূলত এরশাদ উদ্দিনকে বেস্ট প্র্যাকটিস সম্মাননা দেওয়া হয়।

মো. এরশাদ উদ্দিন কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার নিয়ামতপুর রৌহা গ্রামের বাসিন্দা। তিনি বাংলাদেশ মিলস্কেল রিপ্রসেস অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ও জেসি অ্যাগ্রো ফার্মের চেয়ারম্যান। এছাড়া তিনি বাংলাদেশ কেন্দ্রীয় আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক উপ-কমিটির সদস্য।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা