× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বঙ্গবন্ধুর ১০৪তম জন্মদিন

টুঙ্গিপাড়া যাচ্ছেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী

গোপালগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ১৬ মার্চ ২০২৪ ২০:৩৭ পিএম

আপডেট : ১৬ মার্চ ২০২৪ ২০:৩৯ পিএম

রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন এবং বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমনকে ঘিরে টুঙ্গিপাড়ায় নিরাপত্তাসহ সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। প্রবা ফটো

রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন এবং বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমনকে ঘিরে টুঙ্গিপাড়ায় নিরাপত্তাসহ সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। প্রবা ফটো

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মদিন এবং জাতীয় শিশু দিবস ২০২৪ উপলক্ষে রবিবার (১৭ মার্চ) গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যাচ্ছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন এবং বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ উপলক্ষে টুঙ্গিপাড়ায় তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী।

জানা যায়, রবিবার সকাল ৯টা ২০ মিনিটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা হেলিকপ্টারযোগে টুঙ্গিপাড়ার উদ্দেশে রওনা দিবেন। সকাল সাড়ে ৯টার দিকে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন হেলিকপ্টারযোগে টুঙ্গিপাড়ার উদ্দেশে রওনা দিবেন। প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়া পৌঁছে রাষ্ট্রপতিকে স্বাগত জানাবেন। এরপর  টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধি সৌধে পৌঁছে প্রথমে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন।

এরপর শেখ হাসিনা দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাবেন। পরে বঙ্গবন্ধুসহ ৭৫ এর ১৫ আগস্টে নিহতদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেবেন তারা।

দোয়া মোনাজাত শেষে রাষ্ট্রপতি ঢাকার উদ্দেশে রওনা হবেন। রাষ্ট্রপতিকে বিদায় জানিয়ে বেলা ১১টায় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত জাতীয় শিশু দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠান শেষে বিকালে টুঙ্গিপাড়া থেকে ঢাকার উদ্দেশে রওনা দেবেন তিনি। 

রাষ্ট্রপতি ও প্রধামন্ত্রীর আগমনকে ঘিরে সকল ধরণের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে বিভিন্ন সড়ক-মহাসড়কে নির্মান করা হয়েছে বঙ্গবন্ধু তোরণ।

গোপালগঞ্জ জেলা যুব মহিলা লীগের সভানেত্রী পর্শিয়া সুলতানা বলেন, ‘আমরা এই দিনটির জন্য অধীর আগ্রহে বসে থাকি। শিশুদের জাতির পিতা অতি আদর ও স্নেহ করতেন। প্রতিটি শিশু আগামী দিনের ভবিষ্যৎ। তাইতো বঙ্গবন্ধু শিশুদের অনেক ভালবাসতেন। সেজন্যই এই ১৭ মার্চকে জাতীয় শিশু দিবস হিসেবে উদযাপন করা হয়। তাই আমরা এই দিনটি উৎসব আনন্দে কাটাই।’

টুঙ্গিপাড়া পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ ফোরকান বিশ্বাস বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধুর পূণ্যভূমি এই টুঙ্গিপাড়া। মহামান্য রাষ্ট্রপতি ও বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে টুঙ্গিপাড়া পৌরসভায় সাজ সাজ রব। দলীয় নেতাকর্মীসহ টুঙ্গিপাড়ার সর্বস্তরের মানুষ এ দিনটির জন্য অপেক্ষা করেন। আমরা টুঙ্গিপাড়া পৌর আওয়ামী লীগ প্রধানমন্ত্রীর একজন ভোটার হিসেবে, কর্মী হিসেবে তাকে স্বাগত জানানোর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি যে তিনি কখন আসবেন, আর কখন তাকে বরণ করব। কারণ মাননীয় প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়া এলে সাধারণ জনগণ তাকে কাছে পেয়ে আনন্দে আত্মহারা হয়ে যান।’

টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ বাবুল শেখ বলেন, ‘আমরা গোপালগঞ্জ, টুঙ্গিপাড়া ও কোটালীপাড়ার নেতাকর্মীরা অধীর আগ্রহে অপেক্ষা করছি কখন তিনি আসবেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে টুঙ্গিপাড়ায় যে সকল অনুষ্ঠান হবে সে সকল অনুষ্ঠানের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানমালাগুলো যাতে সুশৃংখল এবং সুন্দর পরিবেশে রোজার মধ্যেই সম্পন্ন হয় সেই লক্ষ্যে কাজ করছি।’

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জি, এম, শাহাব উদ্দিন আজম বলেন, ‘বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা আমাদের জেলার মেয়ে। তিনি টুঙ্গিপাড়ায় আসবেন সেজন্য আমরা আনন্দের দিন গুনছি। আমরা তাকে কাছে পাব এটা আমাদের গর্বের। জাতির জনকের জন্মদিন উপলক্ষে আমাদের ঘরের মেয়েকে ঘরে পাব এই আনন্দে আমরা দলীয় নেতাকর্মীরা আনন্দে উৎফুল্লিত।’

জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম বলেন, ‘বঙ্গবন্ধুর ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২৪ উপলক্ষে জেলা প্রশাসনের যাবতীয় প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। এছাড়া আলোচনা সভা সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরস্কার বিতরণ অনুষ্ঠান, বইমেলা, আলোকচিত্র প্রদর্শনীসহ সকল ধরনের আয়োজন আমাদের সম্পন্ন হয়েছে। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে নিরাপত্তার লক্ষ্যে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সহযোগিতায় আমাদের সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।’


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা