× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শ্রীপুরে ভুল চিকিৎসায় পোশাক শ্রমিকের মৃত্যুর অভিযোগ

শ্রীপুর (গাজীপুর) প্রতিবেদক

প্রকাশ : ১৬ মার্চ ২০২৪ ২২:২৭ পিএম

শ্রীপুরে ভুল চিকিৎসায় পোশাক শ্রমিকের মৃত্যুর অভিযোগ

গাজীপুরের শ্রীপুরে কুকুরের কামড়ে জলাতঙ্ক রোগে আক্রান্ত পোশাক শ্রমিক রাশিদুলকে (২৮) ভুল ইনজেকশন দেওয়ায় মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় রাশিদুলের স্ত্রী সুরাইয়া জৈনা বাজারের সরকার ফার্মেসির কর্মচারী আসাদুলকে (৩০) অভিযুক্ত করে গত ৩ মার্চ শ্রীপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। 

ভুল চিকিৎসায় মারা যাওয়া পোশাক শ্রমিক রাশিদুল শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়নের নয়াপাড়া গ্রামের খোরশেদ আলমের ছেলে। তিনি স্থানীয় একটি পোশাক কারখানায় কর্মরত ছিলেন। 

অভিযুক্ত আসাদুল ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার বাসিন্দা এবং শ্রীপুর উপজেলার জৈনা বাজারের সরকার ফার্মেসির কর্মচারী। সে দীর্ঘদিন জৈনা বাজার এলাকায় ফার্মেসি পরিচালনা ও চিকিৎসা দিয়ে আসত। পোশাক শ্রমিকের মৃত্যুর পর থেকে সরকার ফার্মেসির মালিক মজিবুর রহমান, কর্মচারী আসাদুল পলাতক রয়েছেন। 

রাশিদুলের স্ত্রী সুরাইয়া জানান, গত বছরের ৯ নভেম্বর তার স্বামীকে কুকুরে কামড় দেয়। আসাদুলকে এ বিষয়ে জানালে সে জলাতঙ্ক রোগের ভ্যাকসিন আছে এবং স্বামীকে ফার্মেসিতে নিয়ে যেতে বলে। ওইদিন বিকালে রাশিদুলকে নিয়ে সরকার ফার্মেসিতে যান সুরাইয়া। পরে অভিযুক্ত তার স্বামীর উরুতে একটি ভ্যাকসিন দেয়।

সুরাইয়া বলেন, এরপর থেকে আমার স্বামীর শারীরিক অবস্থা খারাপ হতে থাকে। আসাদুলকে এ বিষয়ে জানালে সে বলে, এক যুগেরও বেশি সময় ধরে সে এ রোগের চিকিৎসা করে আসছে। আমার স্বামীর অবস্থা খারাপ হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ১ মার্চ মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালে নিয়ে যাই। সেখানে চিকিৎসকরা বলেন, আমার স্বামীকে সঠিক চিকিৎসা ও ভ্যাকসিন প্রদান না করায় তার অবস্থা আশঙ্কাজনক অবস্থায় রয়েছে। তাকে বাড়িতে নিয়ে এলে পরদিন সকালে মারা যান। 

তিনি আরও বলেন, আসাদুল প্রভাবশালী হওয়ায় স্থানীয় লোকদের মাধ্যমে মীমাংসার আশ্বাস দেয়। কিন্তু এ বিষয়ে কোনো ব্যবস্থা না নেওয়ায় পুলিশ ও সাংবাদিকের কাছে অভিযোগ জানিয়েছি।

জৈনা বাজার সরকার ফার্মেসিতে এ বিষয়ে তথ্য সংগ্রহে গেলে ফার্মেসির মালিক মজিবুর রহমান এবং কর্মচারী আসাদুল সাংবাদিক পরিচয় পেয়ে দৌড়ে পালিয়ে যায়। পরে মোবাইলে মজিবুর রহমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে তিনি কল ধরেননি। 

শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) রওশন আলী বলেন, ভুল চিকিৎসায় পোশাক শ্রমিকের মৃত্যুর লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করা হচ্ছে। অভিযোগ প্রমাণ হলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা