× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কিশোর গ্যাংয়ের সংঘর্ষ

জেলা প্রশাসকের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ

মাদারীপুর সংবাদদাতা

প্রকাশ : ১৬ মার্চ ২০২৪ ২২:৩৭ পিএম

জেলা প্রশাসকের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ

মাদারীপুরে জেলা প্রশাসকের বাসভবনের সামনে কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের সংঘর্ষে আহত হয়েছে অন্তত তিনজন। এ সময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণও ঘটায় তারা। গত শুক্রবার রাতে শহরের শকুনী লেকের দক্ষিণপাড়ে জেলা প্রশাসকের বাসভবনের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করেছে পুলিশ। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার সন্ধ্যায় এক আত্মীয়কে নিয়ে শকুনী লেকের পাড়ে ঘুরতে আসে মধ্য হাউসদি এলাকার কিশোর সিফাত শিকদার। এ সময় ডিসি ব্রিজ এলাকার মাহিম নামে এক কিশোরের শরীরে ধাক্কা লাগে সিফাতের। এ নিয়ে সিফাত ও মাহিমের মধ্যে কথাকাটাকাটি হয়। পরে উভয়ের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে জেলা প্রশাসকের বাসভনের সামনে সংঘর্ষে লিপ্ত হয়।

এ সময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। সংঘর্ষে আহত হয় তিনজন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ দুজনকে আটক করে পুলিশ। সংঘর্ষে একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনায় জেলা জামে মসজিদের ভেতর নামাজরত মুসল্লিদের মাঝে ছড়িয়ে পড়ে আতঙ্ক। এ সময় মসজিদের সামনে পার্কিং করা একটি প্রাইভেটকারও ভাঙচুর করেছে কিশোর গ্যাংয়ের সদস্যরা।

ঘটনাস্থলের পাশেই নামাজরত একাধিক মুসল্লি জানান, হঠাৎ বৃষ্টির মতো ককটেল বিস্ফোরণ ঘটতে থাকে। নামাজরত অবস্থায় সবার মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। দোষীদের বিচার না হলে এমন আরও ঘটতে পারে।

মাদারীপুর জেলা সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. সিহাব চৌধুরী বলেন, মারামারির ঘটনায় মাহিম শেখ নামে আহত একজন জেলা সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছে। পরে পুলিশ তাকে আটক করে।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন জানান, কিশোর গ্যাংয়ের দুপক্ষে মারামারির ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুজনকে আটক করা হয়েছে। বাকিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা