× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মেজর পরিচয়ে রাবি ছাত্রীর সঙ্গে প্রেম-প্রতারণা, যুবক কারাগারে

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ১৭ মার্চ ২০২৪ ১১:১৪ এএম

আপডেট : ১৭ মার্চ ২০২৪ ১১:৩০ এএম

গ্রেপ্তার চিন্তাহরণ বিশ্বাস। প্রবা ফটো

গ্রেপ্তার চিন্তাহরণ বিশ্বাস। প্রবা ফটো

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ছাত্রীর সঙ্গে প্রেম ও প্রতারণার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৬ মার্চ) সন্ধ্যা পৌনে ৬টার দিকে রাজশাহী মহানগরীর ঢাকা বাস টার্মিনাল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার যুবকের নাম চিন্তাহরণ বিশ্বাস। তিনি টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার থলপাড়ার বাসিন্দা।

মতিহার থানার ভারপ্রাপ্ত পরিদর্শক (ওসি) মো. মোবারক পারভেজ প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, চিন্তাহরণ হিন্দুধর্মের অনুসারী হয়েও মো. রোয়ান সিকদার নামে একটি ভুয়া ফেসবুক আইডি খোলেন। পাঁচ মাস আগে এ আইডি ব্যবহার করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর সঙ্গে পরিচিত হন। তখন নিজেকে সেনাবাহিনীর মেজর পরিচয় দেন এবং সেনাবাহিনীর অধীনে ক্যালিফোর্নিয়ায় পিএইচডি করছেন বলে জানান।

ওসি বলেন, এ ছাড়া বাবা অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা, বড় ভাই পুলিশ সুপার, ভাবি মেডিকেলে পড়াশোনা করেন, মা-বোন ডাক্তার এসব কথা বলে চিন্তাহরণ ওই ছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন এবং বিয়ের প্রলোভন দেন। একপর্যায়ে সেই ছাত্রীর পরিবারের সদস্যদের সঙ্গে সখ্য গড়ে ওঠে তার। সেই সুবাদে চিন্তাহরণ ভুক্তভোগী সেই ছাত্রীর দুলাভাইকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে চাকরির প্রলোভন দেন। এজন্য চিন্তাহরণ ওই পরিবারের কাছ থেকে গত ২৭ ফেব্রুয়ারি বিভিন্ন সময়ে মোবাইল ব্যাংকিং বিকাশসহ বিভিন্ন মাধ্যমে ২ লাখ টাকা নেন। এদিকে চাকরি না দিয়ে আরও ৩ লাখ টাকা লাগবে বলে চাপ দিতে থাকেন।

ওসি মোবারক পারভেজ বলেন, চিন্তাহরণের এমন আচরণে ওই ছাত্রী ও পরিবারের মধ্যে সন্দেহ হলে তারা বিষয়টি পুলিশকে জানান। পরে পুলিশ রাজশাহীর বাস টার্মিনাল এলাকা থেকে তাকে আটক করে এবং রাতে প্রতারণা মামলায় গ্রেপ্তার দেখায়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা