× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আরও ৩ জনের মৃত্যু, কালিয়াকৈরে বিস্ফোরণে মৃত্যু বেড়ে ৬

কালিয়াকৈর (গাজীপুর) সংবাদদাতা

প্রকাশ : ১৭ মার্চ ২০২৪ ১৮:০৩ পিএম

আপডেট : ১৭ মার্চ ২০২৪ ২২:২৪ পিএম

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট। ফাইল ফটো

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট। ফাইল ফটো

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার তেলিরচলা এলাকায় সিলিন্ডারের লিকেজ থেকে লাগা আগুনে দগ্ধ আরও তিনজনের মৃত্যু হয়েছে। রবিবার (১৭ মার্চ) সকালে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এ নিয়ে ওই ঘটনায় দগ্ধ ছয়জনের মৃত্যু হলো।

কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাউছার আহাম্মেদ প্রতিদিনের বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেছেন।

আজ মারা যাওয়া তিনজন হলেন- সিরাজগঞ্জের শাহজাদপুরের বেড়াখোলা গ্রামের সাবেত খার ছেলে মইদুল ইসলাম। তার  স্ত্রী নার্গিস আক্তার। তিনি কালিয়াকৈরে একটি জুটের গোডাউনে কাজ করতেন। অপরজন হলেন রাজশাহীর বাঘা উপজেলার আলাইপুর গ্রামের আ. রাজ্জাক বিশ্বাসের ছেলে আরিফুল ইসলাম। তিনি কাজ করতেন গার্মেন্টসে। মাইদুলের শরীরের ৯৫ শতাংশ, তার স্ত্রী নার্গিসের  ৯০ শতাংশ ও আরিফুলের ৭০ শতাংশ পুড়েছিল। 

ইউএনও বলেন, ‘আজ সকালে যারা মারা গেছেন তাদের পরিবারকে আর্থিক সহযোগিতা করা হয়েছে। দাফন কাফন এবং মরদেহ গ্রামের বাড়িতে পাঠানোর জন্য প্রশাসনের পক্ষ থেকে সকল ব্যবস্থা করা হয়েছে।’

সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় এর আগে শনিবার সকালে মারা যান রাজমিস্ত্রি মো. মনসুর আলী নামের এক যুবক। তার শরীরের শতভাগ দগ্ধ হয়েছিল। ঘটনার সময় কাজ শেষে বাসায় ফিরছিলেন তিনি।

একইদিন রাতে মৃত্যু হয় তিনি বছরের তায়েবার। শিশুটির শরীরের ৮০ ভাগ পুড়েছিল। গত শুক্রবার সকালে সোলায়মান মোল্লা নামের এক ব্যক্তির মারা যান। তার শরীরের ৯৫ ভাগ পুড়ে গিয়েছিল। সোলাইমানের গ্রামের বাড়ি সিরাজগঞ্জে।

গত বুধবার সন্ধ্যায় ইফতারের আগে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ওই ঘটনা ঘটে কালিয়াকৈর উপজেলার মৌচাক তেলিরচালা এলাকায়। এ সময় আশপাশের উৎসুক নারী, পুরুষ ও শিশু মিলিয়ে ৩৬ জন দগ্ধ হন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা