× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পর্যটক নেই কুয়াকাটায়, লোকসানে ব্যবসায়ীরা

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিবেদক

প্রকাশ : ১৭ মার্চ ২০২৪ ১৯:৫২ পিএম

আপডেট : ১৭ মার্চ ২০২৪ ২০:২৩ পিএম

রমজান মাসে পর্যটকশূণ্য হয়ে পড়েছে কুয়াকাটা। প্রবা ফটো

রমজান মাসে পর্যটকশূণ্য হয়ে পড়েছে কুয়াকাটা। প্রবা ফটো

সূর্যোদয় ও সূর্যাস্তের লীলাভূমি সাগরকন্যা পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকতে বছরজুড়েই কমবেশি পর্যটক থাকে। কিন্তু পবিত্র রমজানের শুরু থেকেই পর্যটকশূন্য হয়ে পড়েছে কুয়াকাটা।

সরেজমিনে দেখা যায়, শুক্র-শনিবার (১৫-১৬ মার্চ) ছুটির দিন হওয়ার পরও পুরো সৈকত ছিল ফাঁকা। চারদিকে নীরবতা। খালি পড়ে আছে সৈকতে পেতে রাখা বেঞ্চগুলো। অযত্ন অবহেলায় আছে ঘোড়াগুলো। বন্ধ রয়েছে অধিকাংশ দোকানপাট। অলস সময় পার করছে ক্যামেরাম্যানরা। হাতে গোনা কয়েকজন পর্যটককে দেখা যায় সৈকতের জিরো পয়েন্ট ও জাতীয় উদ্যান এলাকায়। রাখাইন মার্কেট, বৌদ্ধ বিহার, ঝাউবন, শুঁটকি পল্লী, লেম্বুরবনসহ পুরো সৈকত পর্যটকশূন্য। ছুটি দেওয়া হয়েছে অনেক হোটেল-মোটেলের কর্মচারীদের।

গত কয়েক মাসে ছুটির দিনগুলোতে পর্যটকদের পদচারণায় মুখরিত ছিল এই ভ্রমণ স্পটগুলো। পর্যটক না থাকায় লোকসানের মুখে পড়েছে এখানকার পর্যটনসংশ্লিষ্ট ব্যবসায়ীরা।

স্থানীয় ক্ষুদ্র ব্যবসায়ী শাকিল খলিফা বলেন, ‘কয়েক মাস ধরে একটানা পর্যটকদের আনাগোনা ছিল। কিন্তু পবিত্র রমজান মাসের শুরু থেকেই ফাঁকা কুয়াকাটা। আমাদের বেচাবিক্রি নাই, রমজানের আগে যেখানে প্রতিদিন ৫ থেকে ১০ হাজার টাকা বিক্রি করতাম, এখন ১০০ থেকে ২০০ টাকা বিক্রি করতেই কষ্ট হয়। পরিবার নিয়ে চলতেও কষ্ট হচ্ছে।’

সৈকতের মোটরসাইকেলচালক মো. আলমাছ জানান, এখন তো রমজান মাসে ফাঁকা কুয়াকাটা। আমরা তো দিন আনি দিন খাই। পর্যটকদের ওপরই নির্ভরশীল আমরা। বাজারের নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম অনেক বেশি, আমাদের ব্যয় বাড়ছে কিন্তু সে অনুসারে আমাদের আয় নেই এখন। স্ত্রী-সন্তান নিয়ে কষ্টে দিন পার করছি।’

ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব কুয়াকাটার (টোয়াক) সভাপতি রুমান ইমতিয়াজ তুষার বলেন, ‘পবিত্র রমজান উপলক্ষে আমাদের পর্যটক কিছুটা কম। তবে ২০ রমজানের পর পর্যটকদের আগমন কিছুটা বাড়বে এবং ঈদের পরে লাখো পর্যটকের আগমন হবে বলে আমরা আশা করি। যার ফলে হোটেল-মোটেলগুলো তাদের সার্বিক কাজগুলো সেরে নিচ্ছে।’

কুয়াকাটা হোটেল মোটেল অনার্স অ্যাসোসিয়শনের সাধারণ সম্পাদক মো. মোতালেব শরীফ বলেন, ‘পবিত্র রমজান মাসের শুরুতে পর্যটক থাকে না বললেই চলে, কিন্তু ২০ থেকে ২৫ রমজানের পর থেকেই আমাদের হোটেলগুলো আসন্ন ঈদ উপলক্ষে শতভাগ বুকিং হয়ে যায়। তারই ধারাবাহিকতায় পরিপাটি করা হচ্ছে হোটেল-মোটেলগুলো।’

ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোনের পুলিশ সুপার মো. আবুল কালাম আজাদ বলেন, ‘কুয়াকাটার বিভিন্ন পয়েন্টকে কেন্দ্র করে আমাদের বিভিন্ন টিম কাজ করছে। যেসব পর্যটক এখন কুয়াকাটায় রয়েছে তাদের সার্বিকভাবে সহযোগিতা করছি। তাদের শতভাগ সেবা নিশ্চিতে আমরা বদ্ধপরিকর।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা