× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

টাঙ্গাইলে ট্রেন লাইনচ্যুত

ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল‌ যোগাযোগ স্বাভাবিক

টাঙ্গাইল প্রতিবেদক

প্রকাশ : ১৯ মার্চ ২০২৪ ০৯:৪৩ এএম

আপডেট : ১৯ মার্চ ২০২৪ ১০:৪৬ এএম

লাইনচ‌্যুত বগি সরানোর পর স্বাভাবিক হয় রেল‌ যোগাযোগ । প্রবা ফটো

লাইনচ‌্যুত বগি সরানোর পর স্বাভাবিক হয় রেল‌ যোগাযোগ । প্রবা ফটো

টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলস্টেশ‌ন এলাকায় পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের একটি ব‌গির চার‌টি চাকা লাইনচ‌্যুত হওয়ার ঘটনায় পাঁচ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

সোমবার (১৮ মার্চ) রাত ২টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এর আগে রাত ৯টার দিকে বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলস্টেশনে এ দুর্ঘটনা ঘটে। ট্রেন‌টি লাইনচ‌্যুত হওয়ার ঘটনায় বি‌ভিন্ন স্টেশনে কয়েকটি গন্তব্যের ট্রেন আটকা পড়ে। এতে চরম ভোগা‌ন্তিতে পড়ে যাত্রীরা।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর আশরাফ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, পঞ্চগড় থেকে ছেড়ে আসা পঞ্চগড় এক্সপ্রেস ট্রেন‌টি যাত্রাবিরতি শেষে ঢাকার দিকে যাওয়ার সময় এক‌টি বগির চার‌টি চাকা লাইনচ‌্যুত হয়। ট্রেনের চাকায় ত্রু‌‌টির কারণে এ ঘটনা ঘটে। উদ্ধারকারী ট্রেন এসে চাকা অপসারণ করলে পাঁচ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

পাক‌শী রেলওয়ে বিভাগীয় ম‌্যানেজার শাহ সূফী নুর মোহাম্মদ বলেন, পঞ্চগড় এক্সপ্রেস ট্রেন লাইনচ‌্যুত হওয়ার ঘটনায় চার সদস‌্য বি‌শিষ্ট ক‌মি‌টি গঠন করা হয়েছে। ক‌মি‌টির প্রধান করা হয়েছে পাক‌শী রেলওয়ে বিভাগীয় প‌রিবহন কর্মকর্তা‌ (ডি‌টিও) আনোয়ার হোসেনকে। তাদের সাত কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য বলা হয়েছে।

তি‌নি আরও বলেন, নতুন লাইনের জন‌্য এ ঘটনা কি না বা কী কারণে লাইনচ‌্যুত হয়েছে তদন্ত ছাড়া বলা সম্ভব নয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা